Maa Go Bhabna Keno Lyrics || মা গো ভাবনা কেন লিরিক্স || By Hemanta Mukherjee

মা গো ভাবনা কেন গানটি গেয়েছেন হেমন্ত মুখার্জি এবং কভার ভার্সন গানটি গেয়েছেন শ্রীকান্ত আচার্য। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা বাংলায় এই বাংলা দেশাত্মবোধক গান মা গো ভাবনা কেন।
Song : Maa Go Bhabna Keno
Singer : Hemanta Mukhopadhyay
Lyricist : Gauriprasanna Mazumder
Label : Saregama India Ltd

Maa Go Bhabna Keno Lyrics By Hemanta Mukherjee:

Maa Go Bhabna Keno Lyrics In Bengali:-

মা গো ভাবনা কেন?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।
আমরা হারবোনা হারবোনা,
তোমার মাটি একটি কণাও ছাড়বোনা,
আমরা হারবনা, হারবনা,
তোমার মাটি একটি কণাও ছাড়বনা,
আমরা পাঁজর দিয়ে দূর্গ ঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।।
আমরা পরাজয় মানবোনা
দুর্বলতায় বাঁচতে শুধু জানবোনা,
আমরা পরাজয় মানবনা
দুর্বলতায় বাঁচতে শুধু জানবনা,
আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।।
মা গো ভাবনা কেন ?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।
আমরা আপমান সইবোনা
ভীরুর মত ঘরের কোণে রইবোনা,
আমরা আপমান সইবনা
ভীরুর মত ঘরের কোণে রইবনা,
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।।
মা গো ভাবনা কেন ?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।
মা গো ভাবনা কেন লিরিক্স :হেমন্ত মুখোপাধ্যায়

মা গো ভাবনা কেন আমরা তোমার স্বরলিপি:

মাগো ভাবনা কেন আমরা তোমার লিরিক্স: 


Ma Go Bhabna Keno ?
Amra tomar shanti priyo shanto chele
Tobu shotru ele oshtro haate dhorte jani
Tomar bhoy nei maa amra
protibaad korte jani
Amra haarbo na, haarbo na
Tomar matir ekti kona-o charbo na
Amar pajor diye durgo-ghati gorte jani
Amra porajoy manbo na
Durbolotay banchte sudhu janbo na
Amra chirodine haasi mukhe morte jani
Amra opomaan shoibo na
Bhirur moto ghorer kone roibo na
Amra akash theke bojro hoye jhorte jani
See also  Amar Sakal Raser Dhara Lyrics(আমার সকল রসের ধারা) Rabindra Sangeet