Manob Boma Lyrics By Fossils Rupam Islam
Manob Boma Lyrics In Bengali:
তোমায় ভালোবাসবো বলে
দেখতে চাইনা আর তোমায়
তুমি বয়ে যেতে পার
বেছে নেওয়া নর্দমায়
শান্ত করতে চাইনা কান্না
কোনো মিথ্যে শান্তনায়
ছিন্ন ভিন্ন হতে পার
আমার এই মানববোমায়
উল্টো স্রোতে ভাসতে হলে
গতিবেগ বারে কান্নার
কাউকে ভালোবাসতে হলে
তুমি গান গেও আমার
সাঁতরে পার খোঁজো সাগরের
যদি বেঁচে থাকতে চাও
কাউকে ভালবাসতে হলে
তোমার হাতটা ধুয়ে নাও
পাঠিও না আর শুভেচ্ছা
না দেখা কোরো না
কোন ভরসাতে তোমায় বলব
আত্মহত্যা কোরো না
আজকে বৃষ্টি হচ্ছে আবার
ঠিক সেই রাতেরই মতই
তোমার স্বেচ্ছা মৃত্যুর ইচ্ছে
আমি দিচ্ছি করে সই
উল্টো স্রোতে ভাসতে হলে
গতিবেগ বারে কান্নার
কাউকে ভালোবাসতে হলে
তুমি গান গেও আমার
সাঁতরে পার খোঁজো সাগরের
যদি বেঁচে থাকতে চাও
কাউকে ভালবাসতে হলে
রক্তের দাগ টা ধুয়ে নাও
মানব বোমা লিরিক্স: রূপম ইসলাম
Manob Boma Lyrics In English:
Tomay bhalobashbo bole
Dekhte chai na ar tomay
Tumi boye jete paro
Beche neya nordomay
Shanto korte chaina kanna
Kono mithhey shantonay..
Chinno-bhinno hote paro
Aamar ei manob bomay..
o.. oo
Ulto shrote bhaste hole
bhaste ho-le
Gotibeg bare kannar..
Kauke bhalobaste ho hole
Tumi gaan geyo amar..
Shantrey paar khonjo shagor-e
Jodi benche thakte chao
Kauke bhalobaste hole..
Tomar haath ta dhuye nao
Pathio na aar subhechha
Naa dekha koro na..
Kon bhorsate tomay bolbo
Atmahotta koro na..
O.. Aajke brishti hochhe abar
Thik sei raateri motoi
Tomar sechcha-mrittur ichche
Ami dichhi kore shoi..
ফসিলস গানের লিরিক্স: