Muche Jaoa Dinguli Lyrics || মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে || By Hemanta Mukherjee || Lukochuri || Gauriprasanna Mazumder

এটি মূলত স্যাড রোমান্টিক মেজাজে হেমন্ত মুখার্জির একটি সুপার হিট বাংলা চলচ্চিত্রের গান। এই গানটির গীতিকার হলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং হেমন্ত মুখার্জি হলেন সঙ্গীত পরিচালক যিনি 1958 সালে কিশোর কুমার অভিনীত সুপার হিট বাংলা চলচ্চিত্র “লুকোচুরি” এর জন্য এই চিরসবুজ হিট গানটি রচনা করেছিলেন। এখন আমরা এই সুপারহিট আবেগপূর্ণ গানটি গাওয়ার জন্য একটি লিরিক্স  হিসাবে উপস্থাপন করছি। পাশাপাশি এবং এই গানের মেজাজ এবং বিষয়বস্তু চিত্রিত করার জন্য উপযুক্ত রঙিন ছবি দিয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তুলতে। আশা করি মিউজিক লিরিক্স নতুন রূপ আপনাদের ভালো লাগবে।



Song: Muchhe Jaoa Dinguli

Song: মুছে যাওয়া দিনগুলি   
Artiste : Hemanta Mukherjee
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Gauriprasanna Mazumder
Film : Lukochuri

Muche Jaoa Dinguli Lyrics By Hemanta Mukherjee :

Muche Jaoa Dinguli Lyrics In Bengali:

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।
মনে পড়ে যায়, মনে পড়ে যায়,
মনে পড়ে যায় সেই প্রথম দেখারো স্মৃতি,
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথী।
দুজনার দুটি পথ মিশে গেলো এক হয়ে
নতুন পথেরও বাঁকে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।
সে এক নতুন দেশে,
দিনগুলি ছিলো যে মুখর কত গানে,
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে।
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা,
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গেরো খেলা।
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলো,
আকাশ কি মনে রাখে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে লিরিক্স :হেমন্ত মুখোপাধ্যায়

Muche Jaoa Dinguli Lyrics In English:

Muche jawa dinguli amay je pichu daake
Smiriti jeno amar-e hridoye bedonar
ronge ronge chobi ankey
Mone pore jay, mone pore jay
Mone pore jay sei Prothomo dekharo smiriti
Mone pore jay sei Hridoy dewar tithi
Dujonar duti poth mishe gelo ek hoye
nutun pothero bankey..
Muchhe Jaoa Dinguli  amay je pichu daake
Smiriti jeno amar-e hridoye bedonar
ronge ronge chobi ankey
Muche jawa dinguli amay je pichu daake
Smiriti jeno amar-e hridoye bedonar
ronge ronge chobi ankey
Se Ek notun deshe..
Dinguli chilo je mukhor koto rongey
Sei shur kandey aaji amar prane
Venge gache hay, bhenge gache hay
Venge  geche aaj sei modhuro milono mela
Bhenge geche aaj sei haasi ar rongero khela
Kothay kokhon kobe kon tara jhore gelo
Akash ki mone rakhe
Muche jawa dinguli amay je pichu daake
Smiriti jeno amar-e hridoye bedonar
ronge ronge chobi ankey
See also  Ami Dur Hote Tomare Dekhechi Lyrics (আমি দূর হতে তোমারেই দেখেছি) By Hemanta Mukhopadhyay ,Gauriprasanna Mazumder