Song – O ki lagche
MUSIC – Keshab dey
Lyrics – Anindya Biswas
Oh Ki Lagche Lyrics By Keshab Dey:
Oh Ki Lagche Lyrics In Bengali:
চার আনার মাল খেয়ে আট আনার দাদাগিরি
এ তো মানা যাবে না,
রেশনের চাল খেয়ে বিরিয়ানির বাতেলা
সেটাও দেয়া যাবে না।
সিগারেট খাম ভরে রেখেছ বাংলা বিড়ি
আইটেম দেখলে তবু মিস করিনা বলতে
উফঃ কি লাগচে
উফঃ কি লাগচে হে হে উফঃ কি লাগচে..
আটা-ময়দা তোমরা যতই ঘষো মুখে
আমার থেকে পার পাবে না,
ফেয়ার এন্ড হ্যান্ডসাম আমরা ও মাখতে জানি
সেটা ভুলে যেও না।
আইফোন ব্যাক কভারে ইনটেক্স দিয়ে ঘুরি
তবুও লেবেলেতে ঘুরছি সাইকেলে, উফঃ
উফঃ কি লাগচে হায় উফঃ কি লাগচে..
মলেতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি
কেনাকাটা কিছুই করি না,
টাল্টু খেয়ে সাল্টু হয়ে যতই বাওয়াল করি
বাবা খাওয়া ভুলতে পারি না।
এ.টি.এম নিয়ে ফলস কার্ড টা সোয়াইপ করি
আইটেম দেখলে তবু মিস করিনা বলতে
উফঃ কি লাগচে হে হে উফ কি লাগচে
উফঃ কি লাগছে ওঃ কি লাগচে,
আঃ কি লাগছে..
ও কি লাগচে লিরিক্স :