Pothe Ebar Namo Sathi Lyrics (পথে এবার নামো সাথী) Hemanta Mukhopadhyay

 Song Name : Pathe Ebar Namo Sathee

Singer : Hemanta Mukherjee

Lyricist : Salil Chowdhury

Label : Saregama

Lyrics:-

পথে এবার নামো সাথী

পথেই হবে পথ চেনা,

জনস্রোতে নানান মতে

মনোরথেরও ঠিকানা, আ ..

হবে চেনা, হবে জানা।

অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে

এসো এবার দ্বিধারও বাধা পার হয়ে,

তোমার আমার সবার স্বপন

মিলাই প্রাণেরও মোহনায়

কিসের মানা, আ ..

হবে চেনা, হবে জানা

পথে এবার নামো সাথী,

পথেই হবে পথ চেনা।

তখন এ গান তোলে তুফান

নবীন প্রানের প্লাবণ আনে দিকে দিকে

কিসের বাধা, বিপদ বরণ মরণ হরণ,

চরন ফেলে সে যায় হেঁকে।

তখন তো আর শোষণ বাঁধণ মানবো না,

সবার এ দেশ সবার ছাড়া তো জানবো না

পরোয়া নেই আকাশ বাতাস

হবে আশার পরোয়ানা।

কিসের মানা, আ ..

হবে চেনা, হবে জানা

পথে এবার নামো সাথী,

পথেই হবে পথ চেনা।

জনস্রোতে নানান মতে,

মনোরথেরও ঠিকানা, আ ..

হবে চেনা, হবে জানা।

পথে এবার নামো সাথী, নামো ..

See also  Amay Proshno Kore Nil Dhrubo Tara Lyrics | | আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা লিরিক্স | | Hemanta Mukherjee | | Salil Chowdhury