Prem Ekbari Eshechilo Nirobe Lyrics (প্রেম একবারই এসেছিলো নীরবে) Lata Mangeshkar

Song: Prem Ekbari Esechhilo Neerabe
Song: প্রেম একবারই এসেছিলো নীরবে   
Artiste : Lata Mangeshkar
Music Director : Hemanta Mukherjee
Lyricist :  Gauriprasanna Mazumder
Lyrics:-
প্রেম একবারই এসেছিল নিরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায়, মৃদু পায়
এসেছিল পারি নি তো জানতে।
প্রেম একবারই এসেছিল নিরবে।
সে যে এসেছিলো বাতাস তো বলে নি
হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি
সে যে এসেছিলো বাতাস তো বলে নি
হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি
তারে সে আঁধারে চিনিতে যে পারিনি
আমি পারিনি ফিরায়ে তারে আনতে।
প্রেম একবারই এসেছিল নিরবে।
যে আলো হয়ে এসেছিল কাছে মোর
তারে আজ আলেয়া যে মনে হয়
এ আঁধারে একাকী এ মন আজ
আধারেরই সাথে শুধু কথা কয়।
আজ কাছে তারে এত আমি ডাকি গো
সে যে মরিচিকা হয়ে দেয় ফাঁকি গো 
আজ কাছে তারে এত আমি ডাকি গো
সে যে মরিচিকা হয়ে দেয় ফাঁকি গো 
ভাগ্যে যে আছে লেখা হায়রে
তারে চিরদিনই হবে জানি মানতে।
প্রেম একবারই এসেছিল নিরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায়, মৃদু পায়
এসেছিল পারি নি তো জানতে
প্রেম একবারই এসেছিল নিরবে।
See also  Ei Brishtite Bhije Mati Lyrics (এই বৃষ্টিতে ভিজে মাটি) Manna Dey | Lata Mangeshkar