এটি মূলত একটি সুপার হিট বাংলা ফিল্ম পিতা পুত্র গান যা হেমন্ত মুখার্জি এবং সন্ধ্যা মুখার্জি একটি সুখী রোমান্টিক মুড এবং প্রেমের থিম সহ গাওয়া। এই গানটির গীতিকার হলেন প্রণব রায় এবং পবিত্র চ্যাটার্জি হলেন সঙ্গীত পরিচালক যিনি 1969 সালে সুপারহিট বাংলা ছবি “পিটা পুত্র” এর জন্য এই চিরসবুজ হিট গানটি রচনা করেছিলেন। এই গানের মেজাজ এবং থিম চিত্রিত করার জন্য উপযুক্ত রঙিন ছবি দিয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আশা করি লিরিক্স নতুন রূপ আপনাদের ভালো লাগবে।
Film Title: Pita Putra
Song: Raag Je Tomar Misti
Artist: Hemanta Mukherjee & Sandhya Mukherjee
Music Director: Pabitra Chatterjee
Lyricist: Pronab Roy
Director: Arabinda Mukherejee
Raag Je Tomar Misti Lyrics By Hemanta Mukhopadhyay & Sandhya Mukherjee
Raag Je Tomar Misti Lyrics In Bengali:
রাগ যে তোমার মিষ্টি,
রাগ যে তোমার মিষ্টি আর-ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি।
রাগ যে তোমার মিষ্টি আর-ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি আর-ও।
তাই বুঝি ??
রোদ ঝলমল আকাশ বলো,
একটানা কি ভালো ?
মন্দ তো নয় মাঝে মাঝে,
মেঘলা, মেঘলা আকাশ কালো (x2)
ঠিক, তোমার সুরের মাঝে,
তোমার সুরের মাঝে তাইতো উঠি,
বেসুরো গান গেয়ে,
ওগো সোনার মেয়ে।
রাগ যে তোমার মিষ্টি,
রাগ যে তোমার মিষ্টি আর-ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি আর-ও।
অনেক পাওয়ার মাঝে মাঝে,
থাক না কিছু অভাব,
একটুখানি আড়ি, আড়ি
আর সারা সময় ভাব। (x2)
আমার ভুবন তোমায় পেয়ে,
আনন্দে যায় ছেয়ে।
আমার ভুবন তোমায় পেয়ে,
আনন্দে যায় ছেয়ে।
ওগো সোনার মেয়ে।
রাগ যে তোমার মিষ্টি,
রাগ যে তোমার মিষ্টি আর-ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি।
রাগ যে তোমার মিষ্টি আর-ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি।
রাগ যে তোমার মিষ্টি লিরিক্স :হেমন্ত মুখোপাধ্যায়
Raag je tomar mishti
Rag je tomar mishti aaro anuraag-er cheye
Saadh kore tai tomay raagai
ogo sonar meye
Tai bujhi ? Rodh jholomol akash bolo
ektana ki bhalo ?
Mondo to noy majhe majhe
meghla, meghla akash kalo
Tomar shurer majhe..
Tomar surer majhe tai-to othey
beshuro gaan geye
Ogo shonar meye
Onek paoar majhe majhe
thak na kichu ovab
Ektu khani aari
Aari aaj sara-jibon bhab