Shaone Ba Bhadore Song Lyrics (শাওনে বা ভাদরে) By Rupam Islam

Serial Name – Josh(2011)
Singer – Rupam Islam
Music Composer – Indradeep Dasgupta
Lyricist – Prosen

Shaone Ba Bhadore Song Lyrics By Rupam Islam

Shaone Ba Bhadore Song Lyrics  In Bengali:

কেন মাঝে মাঝে তোর সাথে
চেনা রাস্তা বা ঘুর পথে
শুধু লুকিয়ে পড়তে চাই
আধো-আধো অধরা আলোতে
কেন এঁকে ফেলি নিজেকে
ফের ঢেকে ফেলি নিজেকে
হয়তো নিয়ম এটাই
কিছু কিছু বেসে যাওয়া ভালোতে..
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।
জানি.. না জানি.. কি জানি..
কতটা ওদিকে ওঠে, মন কেমন
শুধু জানি.. অভিমানী, এক কাহিনী,
তিলে তিলে বেড়ে ওঠা, খুব গোপন।
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।
ও.. আমি, অনামী, বেনামী,
চিঠিতে, মাটিতে, লিখে রাখি, যত গান
আসে, বারোমাসে, উপহাসে,
দিনেরা রাতে ও ভোরে চলে অভিধান।
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেওয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।
See also  Komlo Megheder Ojon Lyrics (কমলো মেঘেদের ওজন)By Rupam Islam