Song : Ki Khon Bole Banshi
Album : Antaranga
Singer : Kaushiki Chakraborty
Lyrics & Composition : Jatileswar Mukhopadhyay
Label : Times Music Bangla
Ki Kokhon Bole Banshi Lyrics By Kaushiki Chakraborty:
Ki Kokhon Bole Banshi Lyrics In Bengali:
কি কখন বলে বাঁশি
রাধা না হলে কেউ বোঝে না,
কি কখন বলে বাঁশি
রাধা না হলে কেউ বোঝে না,
আঁধারে কি ধন আছে,
আঁধারে কি ধন আছে
চোখ না জ্বেলে কেউ বোঝে না।
কি কখন বলে বাঁশি
রাধা না হলে কেউ বোঝে না,
কি কখন বলে বাঁশি।।
চেনা পথ কেন তবু
পথ যে ভোলে, কেউ বোঝে না,
চেনা পথ কেন তবু
পথ যে ভোলে কেউ বোঝে না,
ঠিকানা ঠিকই থাকে,
ঠিকানা ঠিকই থাকে,
মনই টলে কেউ বোঝে না।
কি কখন বলে বাঁশি।।
নিশীথে কখন সে কোন
সূর্য জ্বলে, কেউ বোঝে না,
চোখে চোখ রেখে দু’জন
সময় গেলেও কেউ বোঝে না।
নিশীথে কখন সে কোন
সূর্য জ্বলে, কেউ বোঝে না,
চোখে চোখ রেখে দু’জন
সময় গেলেও কেউ বোঝে না।
কি সুখে থেকে লোকে
দুঃখ ভোলে, কেউ বোঝে না,
কি সুখে থেকে লোকে
দুঃখ ভোলে, কেউ বোঝে না,
দু’চোখে সাগর আছে,
দু’চোখে সাগর আছে
জল না ঢেলে কেউ বোঝে না।
আঁধারে কি ধন আছে,
আঁধারে কি ধন আছে
চোখ না জ্বেলে কেউ বোঝে না।
কি কখন বলে বাঁশি
রাধা না হলে কেউ বোঝে না,
কি কখন বলে বাঁশি।।