Likhte Parina Kono Gaan Lyrics (লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া) By James

Song: লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
Singer: James
Album: Piano
Album Type: Duet Mixed

 Likhte Parina Kono Gaan  Lyrics  By James:-

 Likhte Parina Kono Gaan  Lyrics In Bengali:-

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা।
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।।
আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
সে ব্যথা বুঝার আগে
হারিয়ে তোমাকে
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে
কিযে বেদনা তুমি বোঝনা
তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না।।
See also  Kichu Bhul Chilo Toamr Lyrics (কিছু ভুল ছিল তোমার)By James