Ogo Kajal Nayana Harini Lyrics (ওগো কাজল নয়না হরিণী ) By Hemanta Mukherjee

বাংলা সিনেমা মন নিয়ে থেকে হেমন্ত মুখার্জির গান ওগো কাজল নয়না হরিণী। অভিনয় করেছেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, বিকাশ রায়। বাংলায় হেমন্ত মুখার্জি এবং ওগো কাজল নয়না হরিনীর গানের সুর করেছেন পুলক ব্যানার্জি। ওগো কাজল নয়না হরিণীর অডিও 1969 সালে সারেগামা ইন্ডিয়া প্রকাশ করেছিল।

Song Details:

Song: Ogo Kajal Nayana Harini

Film Title: Mon Niye

Artist: Hemanta Mukherjee

Music Director: Hemanta Mukherjee

Lyricist: Pulak Banerjee

Filmstar: Uttam Kumar/Supriya Devi/Bikash Roy

Director: Salil Sen

Ogo Kajal Nayana Harini Lyrics In Bengali:

ওগো কাজল নয়না হরিণী,
 তুমি দাও না ও দুটি আঁখি
ওগো গোলাপ পাপড়ি মেলোনা, 
তার অধরে তোমাকে রাখি
ওগো কাজল 
ওগো গোলাপ পাপড়ি মেলোনা, 
তার অধরে তোমাকে রাখি
ওগো কাজল নয়না হরিণী,
ওগো কাঞ্চন বরনা চম্পক মঞ্জরী করো তাকে চম্পক বরনা
এস উচ্ছল ঝরণা অকারণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়োনা
ওগো নিবিড় কুন্জ মেঘ দিগন্ত হতে এস মেঘ কালো কুন্তল বরনা
এস অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝরণা আননে তার ঝরণা
ওগো ময়ূর পেখম তোলনা, তার লজ্জা তোমাতে ঢাকি
ওগো কাজল নয়না হরিণী,
ওগো কুন্জ কোকিল এস পঞ্চম সুর দিয়ে কোকিল কন্ঠী তাকে করোনা
এস অশান্ত সমীরণ দাও দোল দাও দোল ছন্দে ছন্দে তাকে ধর না
ওগো যৌবন বন্যা লীলায় তরঙ্গে কানায় কানায় তাকে ভর না
এস অনন্ত জগতের যত রূপ লাবনী তার রূপে সাধ করে মরোনা
এস আমার মনের মাধুরী,এস আমার মনের মাধুরী,
 তার স্বপ্ন তোমাতে আঁকি
ওগো কাজল নয়না হরিণী,
 তুমি দাও না ও দুটি আঁখি
ওগো গোলাপ পাপড়ি মেলোনা, 
তার অধরে তোমাকে রাখি
ওগো কাজল নয়না হরিণী,
ওগো কাজল নয়না হরিণী লিরিক্স :হেমন্ত মুখোপাধ্যায়

Ogo kajal Nayana Harini
Tumi dao na o duti ankhi
Ogo golap papri melo na
Tar adhare tomate rakhi
Ogo kajal
Ogo golap papri melo na
Tar adhare tomate rakhi
Ogo kajal Nayana Harini
Ogo kanchon borona chompok manjuri
Karo take champak barona
Eso ucchal jhorna akaron ullase
Hasi hoye tar jhore poro na
Ogo nibir kunjo megh digonto hote
Eso megh Kalo kuntol borona
Eso oporup chondrima purnima jochona
Jharna anle tar jaharana
Ogo mayur pekhom tolo na
Tar lojja tomate dhaki
Ogo Kajal Nayana Harini
1. ওগো কাজল নয়না হরিণী গানটির সঙ্গীত পরিচালক কে?
উঃ। ওগো কাজল নয়না হরিণী গানের সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়।
2. ওগো কাজল নয়না হরিণী গানের গায়ক/গায়িকা কারা?
উঃ। ওগো কাজল নয়না হরিণী গানের গায়ক হেমন্ত মুখোপাধ্যায়।
3. ওগো কাজল নয়না হরিণী গানটির রচয়িতা কে?
উঃ। ওগো কাজল নয়না হরিণী গানের সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।
4. ওগো কাজল নয়না হরিণী গানটির গীতিকার কে?
উঃ। ওগো কাজল নয়না হরিণী গানের গীতিকার পুলক ব্যানার্জি।
5. ওগো কাজল নয়না হরিণী গানের সিনেমা কোনটি?
উঃ। ওগো কাজল নয়না হরিণী গানটি মন নিয়ে।
6. ওগো কাজল নয়না হরিণী গানটি কে লিখেছেন?
উঃ। ওগো কাজল নয়না হরিণী গানটি লিখেছেন পুলক ব্যানার্জি।
See also  Kusum Dolay Dole Shyam Rai Lyrics || কুসুম দোলায় দোলে শ্যামরায় লিরিক্স || By Hemanta Mukhopadhyay || Pratima Bandyopadhyay