Oliro Kotha Shune Bakul Hase Lyrics (অলির ও কথা শুনে বকুল হাসে লিরিক্স) Hemanta Mukherjee

এটি মূলত বিষণ্ণ মেজাজে হেমন্ত মুখার্জির একটি সুপার হিট বাংলা বেসিক প্রেমের গান। এই গানটির গীতিকার হলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সঙ্গীত পরিচালক হলেন হেমন্ত মুখার্জি যিনি এই চিরসবুজ হিট গানটি তাঁর নিজের মর্যাদাপূর্ণ শারদ অর্ঘ্য বা পূজা গানটির জন্য 1960 সালে প্রকাশ করেছিলেন। এই গানের মেজাজ এবং থিম চিত্রিত করার জন্য উপযুক্ত রঙিন ছবি দিয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তুলতে। আশা করি মিউজিক লিরিক্স  নতুন রূপ আপনাদের ভালো লাগবে।
Song: Olir Katha Shune Bakul Hase
Song: অলির কথা শুনে বকুল হাসে  
Artiste: Hemanta Mukherjee
Music Director:  Hemanta Mukherjee
Lyricist:  Gauriprasanna Mazumder

Oliro Kotha Shune Bakul Hase Lyrics In Bangla:

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসো না তো ।।
আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়-এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালো বাসো না তো ।।
Oliro Kotha Shune Lyrics English:

অলির কথা শুনে বকুল হাসে Lyrics: হেমন্ত মুখোপাধ্যায়
oliro kotha shune bokul haashe
koi tahaar moto
tumi amar kotha shune hashonato
dhorar dhuli te je fagun aashe
koi tahaar moto
tumi amar kache kobhu ashonaato
akash paare oi onek dure
jemon kore megh jaae go ure
akash paare oi onek dure
jemon kore megh jaae go ure
jemon kore she hawaae bhashae
koi tahaar moto
tumi amar shopne kobhu bhashonaato
oliro kotha shune bokul haashe
koi tahaar moto
tumi amar kotha shune hashonato
1. Who is the artist behind the song “Olir Katha Shune Bakul Hase”?
The song “Olir Katha Shune Bakul Hase” is sung by Hemanta Mukherjee.
2. Who composed the music for the song Olir Katha Shune Bakul Hase ?
The music for “Olir Katha Shune Bakul Hase” was composed by Hemanta Mukherjee himself.
3. Who wrote the lyrics for the song Olir Katha Shune Bakul Hase?
The lyrics of “Olir Katha Shune Bakul Hase” were penned by Gauriprasanna Mazumder.
oliro kotha shune lyrics:
অলিরও কথা শুনে বকুল হাসে স্বরলিপি:

See also  Amay Proshno Kore Nil Dhrubo Tara Lyrics | | আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা লিরিক্স | | Hemanta Mukherjee | | Salil Chowdhury