ADS

Ora Chahite Janena Doyamoy Lyrics (ওরা চাহিতে জানেনা দয়াময়) | Shithi Saha | Rajanikanta Sen| SVF Devotional

Share:
Song: Ora Chahite Janena Doyamoy
Lyrics and Composition : Rajanikanta Sen
Singer : Shithi Saha
Arranegment : Amit - Ishan




মোহ ও বাসনার এই পৃথিবীতে মানুষের চাহিদা সর্বদা পার্থিব ধন জন ও বিজয়ের। কিন্তু এর উর্দ্ধে উঠলে তবেই পাওয়া যায় পরম প্রাপ্তির অপার্থিব ধন। তাই যে প্রকৃত ভক্ত, তার চাওয়া সত্য সত্যই বাকিদের চেয়ে আলাদা।


Lyrics:-
ওরা চাহিতে জানে না, দয়াময়
ওরা চাহিতে জানে না, দয়াময়
ওরা চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য, বিজয়
ওরা চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য, বিজয়
ওরা চাহিতে জানে না, দয়াময়
করুণার সিন্ধু-কুলে, বসিয়া, মনের ভুলে
এক বিন্দু বারি তুলে, মুখে নাহি লয়
করুণার সিন্ধু-কুলে, বসিয়া, মনের ভুলে
এক বিন্দু বারি তুলে, মুখে নাহি লয়
তীরে করি ছুটাছুটি, ধূলি বাঁধে মুঠিমুঠি
তীরে করি ছুটাছুটি, ধূলি বাঁধে মুঠিমুঠি
পিয়াসে আকুল হিয়া, আরো ক্লিষ্ট হয়!
ওরা চাহিতে জানে না, দয়াময়
কি ছাই মাগিয়ে নিয়ে, কি ছাই করে তা' দিয়ে
দু'দিনের মোহ, ভেঙ্গে চুরমার হয়
কি ছাই মাগিয়ে নিয়ে, কি ছাই করে তা' দিয়ে
দু'দিনের মোহ, ভেঙ্গে চুরমার হয়
তথাপি নিলাজ হিয়া, মহাব্যস্ত তাই নিয়া
তথাপি নিলাজ হিয়া, মহাব্যস্ত তাই নিয়া
ভাঙ্গিতে গড়িতে, হয়ে পড়ে অসময়
আহা! ওরা জানে না ত, করুণানির্ঝর নাথ
না চাহিতে নিরন্তর ঝর ঝর বয়
আহা! ওরা জানে না ত, করুণানির্ঝর নাথ
না চাহিতে নিরন্তর ঝর ঝর বয়
চির-তৃপ্তি আছে যাহে, তা' যদি গো নাহি চাহে
চির-তৃপ্তি আছে যাহে, তা' যদি গো নাহি চাহে
তাই দিও দীনে, যাতে পিপাসা না রয়
ওরা চাহিতে জানে না, দয়াময়

ওরা চাহিতে জানে না, দয়াময়
ওরা চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য, বিজয়
ওরা চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য, বিজয়
ওরা চাহিতে জানে না, দয়াময়
ওরা চাহিতে জানে না, দয়াময়

No comments