Song: Ghum pariye Dao
Singer: Rishi Panda
lyrics: Rishi Panda
Mix – Rishi Panda
Ghum pariye Dao Lyrics In Bengali:
তাকাও তুমি যখন
অনেক গোপন ইচ্ছেরা
হাত বাড়ায়
থামো একটু খানি
আরো অনেকটা সময় চাই
দেখতে তোমায়
যত রং আছে আকাশে
একসাথে করে আমি
তোমার ছবি এঁকে নেবো
মনে জায়গা যতখানি
তুমি মেঘের আড়ালে
শুধু আলো হয়ে এলে
আমি ভাসাতাম না তো স্রোতে
শুধু তোমাকে না পেলে
আমি সোজা হয়ে আছি তুমি
পাশে আছো তাই
এতো আশা দিলে বলে শুধু
স্বপ্ন সাজাই এই
কাঁধে রাখো মাথা আর
হাতে রাখো হাত তোমার
সেই চেনা আদরে
আমায় ঘুম পাড়িয়ে দাও
যেদিন আগুন লাগলো এই হাওয়ায়
তাঁর চাওয়ায়
গভীর জলে ডুব দিয়েছি তাই
খুঁজতে তোমায়
বন্ধ দরজা খুলে আমি
প্রেমে অন্ধ হয়ে গেছি
সব নতুন গন্ধ নিয়ে
আজ ছন্দে যে ফিরেছি
তুমি মেঘের আড়ালে
শুধু আলো হয়ে এলে
আমি ভাসাতাম না তো স্রোতে
শুধু তোমাকে না পেলে
আমি সোজা হয়ে আছি তুমি
পাশে আছো তাই
এতো আশা দিলে বলে শুধু
স্বপ্ন সাজাই এই
কাঁধে রাখো মাথা আর
হাতে রাখো হাত তোমার
সেই চেনা আদরে
আমায় ঘুম পাড়িয়ে দাও
Takao tumi jokhon
onek gopon isshay
Hat baray
Thamo aktu khani
Aro onek ta somoy chai
dekhte chai
Dekhte tomay
Joto rong ache akashe
eksathe kore ami
tomar chobi eke nebo
Mone jayga jotokhani
Sudhu magher arale
sudhu alo hoiye ele
Ami vastam na to shrote
Sudhu tomak na pele
Ami soja hoiye achi tumi
pashe acho tai
Eto asha dile bole sudhu
Swpno sajai ei
Kadhe rakho matha aar
Hate rakho hat tomar
sei chena aadore
amay ghum pariye dao
Jedin agun laglo ai haoway
Tar chaway
Govir jole dub diyechi tai
Khujte tomay