Mon Phur Phur Lyrics (মন ফুর ফুর) Rawkto Rawhoshyo | Prashmita

Soukarya Ghosal-এর ‘রক্তরহস্য’ থেকে মন ভালো করা গান “মন ফুর ফুর” (“Mon Phur Phur”) গেয়েছেন Prashmita Paul. This song from Rawkto Rawhoshyo is composed by Nabarun Bose and penned by Soukarya Ghosal.
Lyrics : Soukarya Ghosal
Music : Nabarun Bose
Vocals : Prashmita Paul
Guitars(Electric and Acoustic) : Rishabh Ray
Violin : Rohan Roy
Bass : Kaustav Biswas
Drums : Sandipan Parial
Backing Vocals : Nabarun Bose.
Recording, Mixing & Mastering : Anindit Roy
Recording Studio : Aural Workstation

Mon Phur Phur Song Lyrics In Bengali :

মন ফুর ফুর, ডিপ্রেশান দূর দূর, 
আহ্লাদে
আলগা রোদ, গায়ে মেখে রোজ রোজ, 
ভাললাগে
যতোই দু’পা ফেলে এগোই মাটি ছুচ্ছে না
উটকো ডানা ঠিক দু খানা,
উড়বে বলে মন বানালো
হচ্ছে ইমশানালো
যুক্তি মানছে না
অঙ্ক করে প্রেমে পড়ে, 
কে কবে আর ইতিহাসে
অন্য মনটা জিতে আসে, বল
হিসেবে কেউ তো পায়েনি কো সম্বল
না না। 
  
স্বভাবে যে ভাবে ফুলের অভাবে
মৌমাছিরা আলগোছে,
মধুর গন্ধ খায়। 
অবরে সবরে, সুরের বহরে 
সেই জাদুতে ফুরিয়েছে ঘোর অন্ধকার,
আলো তুই দেখে যা সুখ টুকরোয়ে বাঁচি
ভালোদিন আসবে জানি বলেই
এই তো আমি দাঁড়িয়ে আছি
যাবো না, না পেলে তা পুরোটা পুরোটা,
পুরোটা পুরোটা। 
ইচ্ছে ডানা মন বানালো
হচ্ছি ইমশানালো
যুক্তি মানছি না
অঙ্ক করে প্রেমে পড়ে,
কে কবে আর ইতিহাসে
অন্য মনটা জিতে আসে, বল
স্বপ্ন ছাড়া নেই কোনো সম্বল। 
ইচ্ছে ডানা মন বানালো
হচ্ছি ইমশানালো
যুক্তি মানছি না
অঙ্ক করে প্রেমে পড়ে,
কে কবে আর ইতিহাসে
অন্য মনটা জিতে আসে, বল
স্বপ্ন ছাড়া নেই কোনো সম্বল। 
মন ফুর ফুর লিরিক্স  রক্তরহস্য 
See also  Bornoporichoy Lyrics (বর্ণপরিচয়) Konttho | Anindya Chattopadhyay | Prashmita