It is originally a super hit film song of Shyamal Mitra sung in a musical function sequence as a playback of Mahanayak Uttam Kumar with a pensive mood. Lyricist is Gauriprasanna Mazumder & Music Director of this song is Shyamal Mitra.This evergreen Super hit song is taken from Bengali Film “DEYA NEYA” released in 1963. Now we are presenting this superhit song as a lyric.Hope you will like the new form of music Lyrics.
Song: Jiban-Khatar Prati Patay
Song: জীবন-খাতার প্রতি পাতায়
Artiste : Shyamal Mitra
Music Director : Shyamal Mitra
Lyricist : Gauriprasanna Mazumder
Film : Deya Neya
Jiban Khatar Prati Patay Lyrics In Bengali:-
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ
কিছুই রবে না
লুকোচুরির এই যে খেলায় প্রানের যত দেয়া নেয়া
পূর্ণ হবে না
কণ্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে
চোখে দেখে এতো করেও
চেননি তো কভু তারে
অবহেলা সয়েও তবু
আমায় তুমি লও গো ডেকে
সে তো হবেনা
যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে
সেই হাসে কাঁচের ঝাড়ে
মোমের বাতি জ্বেলে রেখে
জানি আমি আমারে নয়
এ গান আমার ভালোবাসো
নিজের ভুলে পথের ধুলায়
পরশমানিক ফেলে আসো
তোমার প্রাণের ওই ঠিকানায়
দেখেও আমায় তবু কিগো
ডেকে লবে না
জীবন-খাতার প্রতি পাতায় লিরিক্স :