Tumi khushi to Lyrics(তুমি খুশি তো) By Rishi Panda

তুমি খুশি তো গানটি গেয়েছেন রূপক টিয়ারি। সঙ্গীত পরিচালনা করেছেন ঋষি পান্ডা। গানের কথাও লিখেছেন তিনি। গানের কথায় তুমি খুশি। তুমি খুশি তো গান। গানের কথায় তুমি খুসি। রূপক টিয়ারির গান তুমি খুশি তো।

Song: Tumi khushi to 
Singer: Rishi Panda
lyrics: Rishi Panda
Mix – Rishi Panda


Tumi khushi to  Lyrics In Bengali:


তুমি খুশি তো?

রাত নেমেছে শহরে আমার
ঘুম খুঁজেছে রাস্তা পালাবার
স্বপ্নগুলোয় আসছ তুমি বোঝ না আসার কি দরকার

হারিয়ে যাওয়ার রাস্তায় পা রেখে
অনেক দূরে আমার কাছ থেকে
কানের দুলে, রুক্ষ চুলে, হাত বোলালেও দেখবো না তো আর

কি তুমি খুশী তো? সব ব্যাপারে আমি তোমার দোষী তো?
কি তুমি খুশী তো? সব ব্যাপারে আমি তোমার দোষী তো?

এই বৃষ্টি ভেজা ছাদে
শুধু থাকতাম একসাথে 
মানতাম না নিজেদের বারণ

আজ একলা এ আকাশে
ঝড় উঠছে  চারিপাশে
খুব ঠাণ্ডা লাগে আজ আমার ভীষন

হোক তুমি ভালো থেকো
নিজে নিজের ছবি একো 
রেখে দিও সাদা গোলাপ বারান্দায়

তোমার হাসি ভাসবে আজ হাওয়ায়
আর বিরক্ত করবে না আমায়
ভয় পেলে সামলে নিও পেরিও রাস্তা সাবধানে এবার

কি তুমি খুশী তো? সব ব্যাপারে আমি তোমার দোষী তো?
কি তুমি খুশী তো? সব ব্যাপারে আমি তোমার দোষী তো?

Tumi Khushi Thako Lyrics In Bengali


Tumi khushi to 

Rat nemeche sohore amar 
Ghum khujche rasta palabar
Swpno guloy ascho tumi 
Bojho na ashar ki dorkar 

Hariye jabar rastay pa rekhe 
Onek dure amar kach theke 
Kaner dule,Rokkho chule 
hat bolaleo dekhbo na to ar

Ki tumi khushi to ?
Sob  bepare ami tomar Doshi to?
Ki tumi khushi to ?
Sob  bepare ami tomar Doshi to?

Ai bristi Veja chade 
Sudhu thaktam eksathe 
Mantam na nijeer baron 

Aaj ekla ai akash e 
Jhor utheche charipashe 
Khub thanda lage amar vison

Hok tumi valo theko 
Nije nijer chobi eko 
Rekhe dio sada golap baranday 

Toma hashi aaj vasbe haoway
aar birokto korbe na amay
voy pele samle nio 
Perio rasta sabdhane eber 

Ki tumi khushi to ?
Sob  bepare ami tomar Doshi to?
Ki tumi khushi to ?
Sob  bepare ami tomar Doshi to?


Dekhechi Rupsagore Lyrics(দেখেছি রূপসাগরে) By Anirban Sikdar


Shiv Tandav Stotram Lyrics In Bengali & English (শিব স্তোত্রম)


See also  Ami Shunechi Sedin Tumi Lyrics (আমি শুনেছি সেদিন তুমি) By Moushumi Bhowmik || Rishi Panda