It is originally a super hit Bengali Film song sung by Lata Mangeshkar with a happy mood and romantic Love theme. Lyricist of this song is Pulak Banerjee and Hemanta Mukherjee is the music director who had composed this evergreen romantic hit song for the super hit Bengali Film “MONIHAR” in 1965. Now we are presenting this super hit song as a lyric to sing along and made it more attractive with suitable colourful pictures to depict the mood and theme of this song. Hope you will like the new form of music
Song: Nijhum Sandhyay Pantha Pakhira
Song: নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
Artiste : Lata Mangeshkar
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Pulak Banerjee
Film : Monihar
Nijhum Sandhyay Pantha Pakhira Song Lyrics In Bengali
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।
নিঝুম সন্ধ্যায়
দূর পাহাড়ের উদাস মেঘের দেশে
ওই গোধূলির রঙিন সোহাগ মেশে,
বনের মর্মরে বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রাখে হায়..
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়,
নিঝুম সন্ধ্যায়
কোন অপরূপ অরূপ রূপের রাগে
সুর হয়ে রয় আমার গানের আগে,
স্বপন কথাকলি ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়..
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়,
কুলায় যেতে যেতে, কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়,
নিঝুম সন্ধ্যায়।
Nijhm sondhay pantho pakhira
Bujhiba poth bhule jaay
Nijhm sondhay pantho pakhira
Bujhiba poth bhule jaay
Kulay jete jete ki jeno kakoli
Amare diye jete chaay, nijhum sandhay
Dur paharer udas megher deshe
Oi godhulir songeen sohag meshe
Boner mormore batas chupichupi
Ki banshi fele rakhe haay
Nijhm sondhay pantho pakhira
Bujhiba poth bhule jaay
Nijhm sondhay
Kon Aporup Arup ruper rage
Sur hoiye roy AMar ganer age
Swpon kotha koli Fote ki fote na
Surovi tobu ankhi chay
Nijhm sondhay pantho pakhira
Bujhiba poth bhule jaay
Kulay jete jete ki jeno kakoli
Amare diye jete chaay
Nijhum sandhay
সৌমিত্র-সন্ধ্যা রায় অভিনীত “মনিহার” ছবির এই গানটি। ১৯৬৭ সালে এই সঙ্গীতবহুল ছবিটি মুক্তি পেয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় এই ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন, নিজে কয়েকটি গানও গেয়েছিলেন। অনেক গান ছিল, তার প্রত্যেকটি গান আসমুদ্রহিমাচল অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল, বাঙলা গান হওয়া সত্ত্বেও। সবদিক থেকে এতো সুন্দর গান বাঙলা ছবির ইতিহাসে আর নেই। সঙ্গীত পরিচালক হিসেবে “মনিহার” হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের শ্রেষ্ঠ কীর্তি বলা যায়। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যের পিছনে সমান অবদান ছিল। সেই কিশোর বেলা থেকে আজও সমান মুগ্ধতা নিয়ে এই স্মৃতি বিজড়িত গান গুলো শুনে