Ural Debo Akashe Lyrics (উড়াল দেবো আকাশে) By Ayub Bacchu

শিল্পীঃ আইয়ূব বাচ্চু
অ্যালবামঃ প্রেম তুমি কি
সুরকারঃ  আইয়ূব বাচ্চু
গীতিকারঃ  আইয়ূব বাচ্চু
বছরঃ ২০০০

Ural Debo Akashe Song Lyrics  By Ayub Bacchu





Song: Ural Debo Akashe
Artist: Ayub Bachchu
Album: Prem Tumi Ki

উড়াল দেবো আকাশে  লিরিক্স

অভিলাষী আমি অভিমানী তুমি
হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তরযামী কে বা আগে পরে
সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে
এই শহর গাড়ী বাড়ি কিছুই যাবে না

আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রণা বেশী সইতে পারি না
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে

অহংকারী মানুষ উড়ায় রঙ্গিন ফানুস
টাকা ছাড়া তার দৃষ্টিতে নেই কিছু আর পৃথিবীতে
জায়গা জমি কিনতে শুধু থাকে সে বেহুশ
জমিদার বেটা জানে সব বেটা তারে মানে
পৃথিবীটা তার দখলে সবকিছু তার বগলে
এক নিঃশ্বাসের বিশ্বাস নাই জমিদার কী জানে

আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রণা বেশী সইতে পারি না
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে

যখন যাবে চলে কাকে যাবে বলে
কেউ যাবে না সঙ্গী হয়ে
পার পাবেনা পালিয়ে গিয়ে
সব কিছু শুধু ঘটে যাবে চোখের পলকে
হেরে যাবো আমি হেরে যাবে তুমি
তাই বলি কেউ না জেনে
ব্যাথা দিওনা কারো মনে
কারো মনে দুঃখ দিয়ে সুখ তো পাবে না

আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রণা বেশী সইতে পারি না
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে।

 Ural Debo Akashe Lyrics


Abhishali ami abhimani tumi 
Hajaro swapno niye sob kichu bhule giye
Prithibite bose achi songsar sajia
Jane antar-jami ke ba age pore
Sobai k aka kore chole jabo andho ghore
Ei shohor gari bari kichui jabe na

Ar koto ei vabe amake kadabe 
Aar beshi kadale ural debo akashe
Ai buke jantrana beshi soite pari na
Aar beshi kadale ural debo akashe
See also  Tin purush (তিন পুরুষ) By Ayub Bachuu