Atotayee Lyrics By Shironamhin Band:
Song : Atotayee
Band: Shironamhin
Lyrics & Tune: Ziaur Rahman Zia
Year of publication – 2013
Atotayee Lyrics in Bengali:
সেদিন ঝড়ের রাতে, আততায়ী খুন্ হয়ে গেল প্রেমিকার হাতে
সেদিন মধ্যদুপুরে, স্বপ্নের নায়ক থমকে গেল নগরীর পথে।
অজস্র তারার ভীড়ে, দিশেহারা রাজপথে উড়ছে আসাদের শার্ট
অব্যর্থ নিশানায় তোমার শীতল চোখে,
বেপরোয়া উত্তাপে, ভেঙ্গেচুরে আততায়ী রাত।
রক্তেভেজা আসাদের শার্ট উড়ছে কফিশপে ঝাঁঝাঁলো বাতাসে
আততায়ী নিঃশ্বাস হাড়িয়ে গেছে নিয়তির ঠিক আশেপাশে
সেদিন অন্ধনগরে, guard of honor রক্তের দিন লিপি জাগিয়ে রাখে
এখনো ঝড়ের রাতে, বেপরোয়া হৃদয়ে প্রেমিকার নিঃশ্বাস থেমে থাকে
যুদ্ধ আর বিপ্লব কি একই রকম অর্থ বোঝাতে পারে?
আততায়ী দৃষ্টি শূন্য, বিপন্ন
নীল নক্শায় আঁকা সম্ভাবনার কিছু অন্ধকারে
সূতীক্ষ ফলায় রক্তের ফোয়ারা আসাদের শার্ট ছুঁয়ে
দিতেও পারে
তবে কি আততায়ী খুন হয়ে যাবে
শীতল দুচোখের আজন্ম ভালোবাসার অভিসারে?
আততায়ী লিরিক্স – শিরোনামহীন :