Bondho Janala Lyrics (বন্ধ জানালা) By Shironamhin Bangla Band Song

Bondho Janala Shironamhin Lyrics:
Song Title: Bondho Janala
Band: Shironamhin
Lyrics & Tune: Ziaur Rahman Zia
Year of publication – 2010

Bondho Janala Lyrics In Bengali:

আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল, নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর।
সারা বেলা বন্ধ জানালা 
যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারা বেলা বন্ধ জানালা 
যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে,
কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়
সারা বেলা বন্ধ জানালা 
 ভালবাসা মেঘ লিরিক্স – শিরোনামহীন :
Bondho Janala Lyrics In English:
I want to visit far far away once again.
On a strange sunny hot noon 
Once again with your red & blue pleasure
A piece of sunshine on the lonely street.
The window remains muffled whole day.
If your much noise touches my window
Lay a finger of tiny joy
If the festival of thousand sound stops
The window remains muffled whole day.
If your red & blue stories in my body
On a strange journey on a lonely road
If the blue of desire touches the sky
The window remains muffled whole day.
See also  Shonshon Jodio Kashbon Lyrics (শনশন যদিও কাশবন) By Shironamhin Band