Chithi Lyrics (চিঠি ) By Shironamhin Band

Chithi Shironamhin Lyrics:

Song Title: Chithi 
Band: Shironamhin
Lyrics & Tune: Ziaur Rahman Zia
Year of publication – 2010

Chithi Lyrics In Bengali:

চিঠি পৌঁছে যাবে শহর জোড়া
চিঠি পৌঁছে যাবে সবুজ গ্রামে,
চিঠি পৌঁছে যাবে পৃথিবীর প্রান্তে
চিঠি পৌঁছে যাবে রঙ্গিন খামে।
চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর, হবে ক্ষিধের অবসান।
রুদ্ধ দারিদ্রের চির ঠিকানায়,
চলে যাক চিঠি সবুজ ভরসায়।
চিঠি পৌঁছে যাবে …
একটা চিঠি যার বিবরণ, ছিল লক্ষ শিশুর ইতিহাস,
শিশুর দুচোখে কান্নায়, লেখা ছিল ক্ষিধে মুক্তির বসবাস।
একটা রঙ্গিন খামে ঠিকানা ছিল, কোনো এক সবুজ গান
শিক্ষার সংলাপে দূর হয়ে যাবে, দারিদ্রের অভিধান।
চিঠি পৌঁছে যাবে, ক্ষিধের ঠিকানায়
চিঠি পৌঁছে যাবে, অপার আশায়।
চিঠি পৌঁছে যাবে, মনের প্রান্তে
চিঠি পৌঁছে যাবে, ভালবাসায়
চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর, হবে ক্ষিধের অবসান।
দুঃখ দারিদ্রের চির ঠিকানায়,
চলে যাক চিঠি সবুজ ভরসায়।
চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর, হবে ক্ষিধের অবসান।
অন্ধ দারিদ্রের চেনা ঠিকানায়,
চলে যাক চিঠি সবুজ ভরসায়।
চিঠি লিরিক্স – শিরোনামহীন :
See also  Bhalobasha Megh Lyrics (ভালবাসা মেঘ) By Shironamhin Bangla Band Song