Shonshon Jodio Kashbon Lyrics (শনশন যদিও কাশবন) By Shironamhin Band

Shonshon Jodio Kashbon Shironamhin Lyrics:

Song Title: Shonshon Jodio Kashbon
Band: Shironamhin
Lyrics & Tune: Ziaur Rahman Zia
Year of publication – 2010

Shonshon Jodio Kashbon Lyrics In Bengali:

শনশন, যদিও কাশবন দুলছে মন,
দমকা হাওয়ায় সারাক্ষন
মেঘের ইশারা চাই যখন।
টিপটিপ বৃষ্টি নামবে, স্বপ্ন ভাঙ্গবে
কিছুটা উচ্ছ্বাস ডেকে আনবে
হারিয়ে গেলেই প্রতিক্ষন।
ঝড়ো হাওয়া.. ফিরে যাওয়া..
তারা ঢাকা অশ্রুঋণ
আনবে কোনো সোনালি দিন।।
এই আকাশ জুড়ে স্বপ্নপুরে,
ফিরছে যারা অনেক দূরে
দুচোখ জুড়ে স্বপ্নদিন।।
সন্ধ্যা হল আঁধার নামল সেই কখন
গল্পে গল্পে কেটে গেল সারাটাক্ষণ
মেঘের দেশে, বৃষ্টি শেষে
ভেসে ভেসে কোন সুদূরে
দমকা হাওয়ায় উড়ছে মন।
তবু, সুযোগ পেলে, দুহাত মেলে
সরব চোখে হারিয়ে গেলে
ফিরবে কি আর সোনালি দিন?
 শনশন যদিও কাশবন লিরিক্স – শিরোনামহীন :
Psithurism, though catkin bush swinging like my mind, windy all the time
When I want an indication from clouds
It’ll be raining gently; dreams will be over, will call in some pathos
When I am lost sometimes
Windy breeze.. homecoming.. debts from tears are covered with stars
Will bring in some golden days.
This dreamland all over the sky, those who are returning far away
Dreaming for a dream day.
It’s evening; sun went down a while ago
Spent all the time we had by gossiping
My mind flies with the windy breeze, in the land of clouds, after the rain
Floating far away
Even if I get a chance, if I spread my arms & be lost having loud eyes
Are the golden days going to return ever? 
See also  Abar Hashimukh Lyrics (আবার হাসিমুখ) Shironamhin Band