Song: Aamar Katha Shishir Dhowa
Artist: Lata Mangeshkar
Album: Gaan Shudhu Gaan, Vol 1
Aamar Katha Shishir Dhowa Lyrics In Bengali:
আমার কথা শিশির ধোয়া হাস্নুহানার কলি।
নীরব রাতে মৃদুল হাওয়ায় হয়তো কিছু বলি।
আমার কথা শিশির ধোয়া হাস্নুহানার কলি।
তার সুরভির স্বপ্ন তোমার চেনা–
চিরকালের ভালবাসায় কেনা।
আকাশ জ্বলে ঝরল কোথায়
তারার রূপাঞ্জলি।
নীরব রাতে মৃদুল হাওয়ায় হয়তো কিছু বলি।
আমার কথা শিশির ধোয়া হাস্নুহানার কলি।
আমায় যেমন তোমার মাঝে হারিয়ে গিয়েই খোঁজ
না বলা সব মনের আশা তেমনি করেই বোঝ।
সেই প্রণয়ের গভীরতায় রেখো
সেই চোখেতেই আমায় তুমি দেখো
ভুল কোরো না রাত্রি যদি না হয় চন্দ্রাবলী।
নীরব রাতে মৃদুল হাওয়ায় হয়তো কিছু বলি।
আমার কথা শিশির ধোয়া হাস্নুহানার কলি।
আমার কথা শিশির ধোয়া লিরিক্স: