ADS

Aar Bilamba Noy Lyrics (আর বিলম্ব নয়) From Hirak Rajar Deshe | Anup Ghoshal

Share:
Song: Aar Bilamba Noy
Artist: Anup Ghoshal
Album: Hirak Rajar Deshe

Aar Bilamba Noy Lyrics By Anup Ghoshal: 



Aar Bilamba Noy Lyrics In Bengali:


না না আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়!
এখানো মোদের শরীরে রক্ত
রয়েছে গরম মেটেনি শখ তো
আছে যত হাড় সবই ত শক্ত
এখনো ধকল সয়।

এখনো আছে সময়, এখনো আছে সময় 
আর বিলম্ব না না, আর বিলম্ব নয়।
দুনিয়ায় কত আছে দেখবার
কত কি জানার কত কি শেখার।
সবই ত বাকি, কিছুই দেখা হয় নাই।
ঘরে কেন বসে রয়েছি বেকার
আর কি সহ্য হয়?
অসহ্য

এখনো আছে সময়, এখনও আছে সময়,
আর বিলম্ব না না, আর বিলম্ব নয়।
চলহে, কোথাও ঘুরে আসি গিয়ে।
সুর করে চল যাই ঘুরে আসি প্রাণ ভরে
বনেতে পাহাড়ে মরুপ্রান্তরে।

আর বিলম্ব নয় লিরিক্স :

No comments