Amal Dhabal Pale Legeche Lyrics (অমল ধবল পালে লেগেছে ) Rabindra Sangeet

এই পৃষ্ঠায় ঠাকুরের গান অমল ধবল পালে লেগেছে এবং এর পটভূমির ইতিহাস সহ ইংরেজিতে প্রতিবর্ণীকরণ রয়েছে। গানের পটভূমিতে রয়েছে রবীন্দ্রনাথের লেখা গানের স্থান ও তারিখ, গানটি প্রথম প্রকাশিত সংবাদপত্র বা ম্যাগাজিনের নাম এবং স্বরলিপি বা স্বরলিপি প্রস্তুতকারী ব্যক্তির নাম। এই পৃষ্ঠায় পরজায়, তাল, রাগ এবং অঙ্গোর মতো গানের সংগীত রচনাও রয়েছে।
Song : AMAL DHABAL PALE LEGECHHE$
Artist: SRABANI SEN
Album: AAPAN MONE SRABANI SEN

Amal Dhabal Pale Legeche Lyrics In Bengali:

অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।
কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদুরের ধন
ভেসে যেতে চায় মন,
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া পাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী-বাওয়া ।।
পিছনে ঝরিছে ঝরঝর জল, গুরুগুরু দেয়া ডাকে,
মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে ।
ওগো কান্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন
ভেবে মরে মোর মন –
কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া ।
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।
অমল ধবল পালে লেগেছে লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত :
Amalo dhabalo paale legechhe
mondo modhur haawa 
Dekhi naai kobhu dekhi naai     
emon taroni baawa.
Kon saagorer paar hote aane kon sudurero dhan –
Bheshe jete chaay mon,
Phele jete chaay ei kinaray 
sab chaawa sab paawa.
Dekhi naai kobhu dekhi naai     
emon taroni baawa.
Pichhone jhorichhe jharo 
jharo jalo, guru guru deya daake 
Mukhe ese porey orunokirano 
chhinno meghero phaanke.
Ogo kaandari, ke go tumi
kaar haasikaannar dhon.
Bhebhe mare mor mon 
Kon sure aaj bnaadhibe jantro, 
ki montro hobe gaawa.
Dekhi naai kobhu dekhi naai     
emon taroni baawa.
See also  Aye tobe sohochori lyrics( আয় তবে সহচরী) Rabindra Sangeet