Amar Gopon Bathar Majhe Lyrics(আমার গোপন ব্যথার মাঝে)By Lata Mangeshkar

Song: Amar Gopan Byathar Majhe
Artist: Lata Mangeshkar
Album: Gaan Shudhu Gaan, Vol 1

Amar Gopon Bathar Majhe Lyrics In Bengali:

আমার গোপন ব্যথার মাঝে
তোমায় খুঁজে পাই
আলোর বাঁশি বাজলে আমি
আলোর বাঁশি বাজলে আমি
তোমারে হারাই
তোমারে হারাই
তুমি কেন দুঃখের রাতে
থাকো আমার মনের সাথে
তাইতো আমি এমন করে
তোমায় কাছে চাই
তোমায় কাছে চাই
আমার গোপন ব্যথার মাঝে
তোমায় খুঁজে পাই
তুমি আমার এই বীর রাতের ও স্বপ্ন
তোমায় নিয়ে এমন আমার
আপন খেলায় মগ্ন
তুমি আমার এই বীর রাতের ও স্বপ্ন
ফাগুন নয় শ্রাবণও দিনে
তাই তো এলাম এ পথ চিনে
চোখের জলে ফেরায় দিতে
তোমার কাছে যাই
তোমার কাছে যাই
আমার গোপন ব্যথার মাঝে
তোমায় খুঁজে পাই
আলোর বাঁশি বাজলে আমি
আলোর বাঁশি বাজলে আমি
তোমারে হারাই
তোমারে হারাই
আমার গোপন ব্যথার মাঝে লিরিক্স:
See also  Ki Likhi Tomay Lyrics (কি লিখি তোমায়) By Lata Mangeshkar