Anka Banka Pathe Jodi Lyrics (আঁকা বাঁকা পথে যদি) By Aarti Mukherjee

Song : Anka Banka Pathe Jodi
Movie : Bilambita Loy
Artist : Aarti Mukherjee
Music Director : Nachiketa Ghosh
Lyricist: Pulak Bandyopadhyay
Mood : Philosophical
Theme : Life
Release : 1970
Director : Agragami
Starcast : Uttam Kumar, Supriya Debi, Asit Baran

Anka Banka Pathe Jodi Lyrics In Bengali:

আঁকা-বাঁকা পথে যদি-
মন হয়ে যায় নদী।
তীর ছুঁয়ে বসে থাকে না।
আমাকে ধরে রাখে না।
আঁকা-বাঁকা পথে যদি-
মন হয়ে যায় নদী।
তীর ছুঁয়ে বসে থাকে না।
আমাকে ধরে রাখে না।
খোলা আকাশের নিচে-
ছুটে চলি সারাবেলা।
ছায়া দিয়ে পথ ঢাকি না।
আমাকে ধরে রাখে না।
ওই যে যাযাবর-
পাখি ডানা মেলে
পালকে কিছু লিখে
দিয়ে গেল ফেলে।
ওই যে যাযাবর-
পাখি ডানা মেলে
পালকে কিছু লিখে
দিয়ে গেল ফেলে।
ওখানে ভেসে গেছি-
ও গানে মিশে গেছি-
কাউকে পিছে ডাকি না
আঁকা-বাঁকা পথে যদি।
মন হয়ে যায় নদী।
তীর ছুঁয়ে বসে থাকে না।
আমাকে ধরে রাখে না।
এই যে দূর থেকে
আরো দূরে এসে
নিজেকে নিয়ে চলি
নামহারা দেশে-
এই যে দূর থেকে
আরো দূরে এসে
নিজেকে নিয়ে চলি
নামহারা দেশে-
পাখিও হল শুধু
অচিরে ভালবাসা
কাউকে পিছে ডাকি না-
আঁকা বাঁকা পথে যদি লিরিক্স :আরতি মুখোপাধ্যায়
See also  Dure Dure Kache Kache Lyrics (দূরে দূরে কাছে কাছে) By Arati Mukherjee