বুলবুল পাখি ময়না তিয়ে বাংলা অ্যালবাম বাংলা বাচ্চাদের গান থেকে অন্তরা চৌধুরীর গান। সলিল চৌধুরীর সংগীতায়োজন এবং বাংলায় বুলবুল পাখি ময়না তিয়ে গানের কথাও লিখেছেন সলিল চৌধুরী। বুলবুল পাখি ময়না টিয়ের অডিও 28 নভেম্বর 2014 এ প্রকাশিত হয়েছিল
Song: Bulbul Pakhi Moyna Tiye
Artist: Antara Chowdhury
Lyr & Music : Salil Chowdhury
Bulbul Pakhi Moyna Tiye Lyrics In Bengali:
বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে।
দূর দূর বনের গান।
নীল নীল নদীর গান।
দুধভাত দেব সন্দেশ মাখিয়ে।
বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে।
ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায়
কুলকুল কুলকুল রোজ বয়ে যায়
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী গল্প শোনায়
রাজার কুমার পক্ষীরাজ চড়ে যায়।
ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা-
এলি কি বল না সেই দেশ বেরিয়ে?
বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে।
কোন গাছে কোথায় বাসা তোদের?
ছোট্ট কি বাচ্চা আছে তোদের?
দিবি কি আমায় দুটো তাদের?
আদর করে আমি পুষব তাদের।
সোনার খাঁচায় রেখে ফল দেব কেটে-
রাতে কৃষ্ণনাম দেব শুনিয়ে।
বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে।
দূর দূর বনের গান।
নীল নীল নদীর গান।
দুধভাত দেব সন্দেশ মাখিয়ে।
বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে।
বুলবুল পাখি ময়না টিয়ে লিরিক্স :’অন্তরা চৌধুরী
Bulbul pakhi moyna tiye,
Aye na jaa naa gaan shuniye..
bulbul pakhi moyna tiye,
aye na ja na gaan shuniye,
Dur dur bon er gaan,
nil nil nadi-r gaan,
dudh bhaat debo sondesh makhiye.
bulbul pakhi moyna tiye,
aye na ja na gaan shuniye.
Jhil mil jhil mil jhorna jethay,
kul kul kul kul roj boye jay,
bengoma bengomi golpo shonay,
raja-r kumar pokhhiraj chore jay,
bhorbela pakhna mele diye tora
eli ki bol na shei desh beriye.
bulbul pakhi moyna tiye,
aye na ja na gaan shuniye.
kon gaach e kothay basha toder,
chhotto ki bachcha ache toder,
dibi ki amay duto tader,
ador kore ami pushbo tader,
shonar khachay rekhe fol debo khete,
radhe krishno gaan debo shikhiye.
Bulbul pakhi moyna tiye,
Aye na jaa naa gaan shuniye..