Film Title: Har Mana Har
Song: Ei Akash Natun Batas Natun
Artist: Arati Mukherjee
Music Director: Sudhin Dasgupta
Lyricist: Pulak Banerjee
Filmstar: Uttam Kumar/Suchitra Sen/Pahari Sanyal
Director: Salil Sen
Ei Akash Natun Batas Natun Lyrics By Arati Mukherjee From Har Mana Har
Ei Akash Natun Batas Natun Lyrics In Bengali:
এই আকাশ নতুন, বাতাস নতুন
সবই তোমার জন্য
চোখের নতুন চাওয়া দিয়ে
করলে আমায় ধন্য
এই আকাশ নতুন, বাতাস নতুন
সবই তোমার জন্য
চোখের নতুন চাওয়া দিয়ে
করলে আমায় ধন্য।
যেদিকে তাকাই মনে হয় তাই,
পুরনো এই পৃথিবীটা অনেক যেন অন্য।
চোখের নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য।
ভাললাগার পরিধী আজ সীমানাহীন।
বহু রাত্রি- পেরিয়ে এল
দিনের মত দিন
সারাটি সময়
শুধুই মনে হয়
সবার মাঝে ছড়ালো কে
প্রাণেরই তারুণ্য।
চোখের নতুন চাওয়া দিয়ে
করলে আমায় ধন্য।
এই আকাশ নতুন, বাতাস নতুন
সবই তোমার জন্য
চোখের নতুন চাওয়া দিয়ে
করলে আমায় ধন্য।
এই আকাশ নতুন বাতাস নতুন লিরিক্স :আরতি মুখোপাধ্যায়