Ek Je Chhilo Machhi Lyrics(এক যে ছিল মাছি) By Antara Chowdhury

Song: Ek Je Chhilo Machhi
Artist: Antara Chowdhury
Lyr & Music : Salil Chowdhury

Ek Je Chhilo Machhi Lyrics In Bengali:

এক যে ছিল মাছি
তার নামটি ছিল পাঁচী।
এক যে ছিল মাছি
তার নামটি ছিল পাঁচী।
উড়তে উড়তে পাঁচী, গিয়ে পড়ল সাঁচী।
এক যে ছিল মাছি
তার নামটি ছিল পাঁচী।
উড়তে উড়তে পাঁচী, গিয়ে পড়ল সাঁচী।
আর একটা মৌমাছি, তার বাড়িও সাঁচী-
আর একটা মৌমাছি, তার বাড়িও সাঁচী-
পাঁচীকে দেখে বলল, “পাঁচী, আয় দুজনে নাচি।”
পাঁচীকে দেখে বলল, “পাঁচী, আয় দুজনে নাচি।”
পাঁচীর হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি।
সে বললে, “তার চেয়ে বরং-”
সে বললে, “তার চেয়ে বরং- গোঁফদুটো তোর চাঁচি-
আয় গোঁফদুটো তোর চাঁচি, আয় গোঁফদুটো তোর চাঁচি।”
যেই না গেল গোঁফ চাঁচতে, সেই বড় মৌমাছি-
যেই না গেল গোঁফ চাঁচতে, সেই বড় মৌমাছি-
দি-ল একটা হাঁচি।
উড়তে উড়তে উড়তে উড়তে উড়তে উড়তে তখন পাঁচী
গিয়ে পড়ল রাঁচী-
রাঁচীতে গিয়ে বলল পাঁচী, “মরণ হলেই বাঁচি!”
এক যে ছিল মাছি লিরিক্স :’অন্তরা চৌধুরী
Ek je chilo machi
tar naamti chilo paachi 
urte urte paachi giye porlo shaachi 
Arekta moumachi taar bario saachi
paachi ke dekhe bollo paachi
aae dujone naachi
paachi ke dekhe bollo paachi
aae dujone naachi 
Paachir haate chilo akta chottomoton kaachi
she bollo taar cheye borong
gof duto tor chaachi
aae gof duto tor chaachi
aae gof duto tor chaachi
Jei na gelo gof chachte
shei boro moumaachi
dilo ekta haachi
urte urte urte urte urte urte
tokhon paachi giye porlo raachi
raachite giye bollo paachi
moron holei baachi 
See also  Bulbul Pakhi Moyna Tiye Lyrics | | বুলবুল পাখি ময়না টিয়ে লিরিক্স | | By Antara Chowdhury