Iskabaner Deshe Lyrics( ইস্কাবনের দেশে গিয়েছিলাম) By Antara Chowdhury

Song: Iskabaner Deshe
Artist: Antara Chowdhury
Lyr & Music : Salil Chowdhury

Iskabaner Deshe Lyrics In Bengali:

শোনো ভাই ইস্কাবনের দেশে গিয়েছিলাম।
সেথা গোলমেলে সব কান্ড দেখে এলাম।
আহা বল শুনি বল শুনি; শুনি।
সেথা মাস দিয়ে ভাই দিনকে গোণে
বছর দিয়ে মাসে।
আর বয়স যতই বাড়ে ততই
বয়স কমে আসে।
মরি, হায় হায় হায় হায় রে
সেথা মাস দিয়ে ভাই দিনকে গোণে
বছর দিয়ে মাসে।
আর বয়স যতই বাড়ে ততই
বয়স কমে আসে।
সেথায় সুড়সুড়িতে কাঁদে সবাই
কান্না পেলে হাসে
দেখে পালিয়ে চলে এলাম বলে
সেলাম বাবা সেলাম।
আহা বল শুনি বল শুনি; শুনি
শোনো ভাই ইস্কাবনের দেশে গিয়েছিলাম।
সেথা গোলমেলে সব কান্ড দেখে এলাম।
আহা বল শুনি বল শুনি; শুনি।
সেথায় ইস্কুলেরা পালিয়ে বেড়ায়
ছাত্র থাকেন বসে
আর টিকির মাথায় পন্ডিত ঝোলেন
পরম পরিতোষে।
মরি, হায় হায় হায় হায় রে!
সেথায় ইস্কুলেরা পালিয়ে বেড়ায়
ছাত্র থাকেন বসে
আর টিকির মাথায় পন্ডিত ঝোলেন
পরম পরিতোষে।
সেথায় শ্যামকে চড়ায় শূলে রে ভাই
গোবর্ধনের দোষে।
দেখে পালিয়ে চলে এলাম বলে
সেলাম বাবা সেলাম।
আহা বল শুনি বল শুনি; শুনি।
শোনো ভাই ইস্কাবনের দেশে গিয়েছিলাম।
সেথা গোলমেলে সব কান্ড দেখে এলাম।
আহা বল শুনি বল শুনি; শুনি।
সেথায় ইস্কাবনের রাজা মশায় হরতনেরই গোলাম।
আর নওলা আঁটা দুরি তিরি
বাজায় তারে সেলাম।
মরি, হায় হায় হায় হায় রে!
সেথায় ইস্কাবনের রাজা মশায় হরতনেরই গোলাম।
আর নওলা আঁটা দুরি তিরি
বাজায় তারে সেলাম।
সেথায় রাজায় খেলে ঢেঁকুড় তুলে
প্রজায় বলে খেলাম।
দেখে পালিয়ে চলে এলাম বলে
সেলাম বাবা সেলাম।
আহা বল শুনি বল শুনি; শুনি।
শোনো ভাই ইস্কাবনের দেশে গিয়েছিলাম।
সেথা গোলমেলে সব কান্ড দেখে এলাম।
আহা বল শুনি বল শুনি; শুনি।
ইস্কাবনের দেশে গিয়েছিলাম লিরিক্স :’অন্তরা চৌধুরী


Shono bhai Ishkaboner deshe giyechhilam 
shethai Golmele shob kando dekhe elam
Aha bolo shuni bolo shuni, shuni!
Shethai mash diye bhai din ke gune, 
bochhor diye mashe
Aar boyosh jotoi bare totoi boyosh kome ashe
Mori hai hai hai hai re!
Shethai shush-shurite kaade shobai,
kanna pele hashe
Dekhe paliye chole elam bole selam baba selam
Aha bolo shuni bolo shuni, shuni!
Shethai ishkoole ra lookiye palai, 
chhatro thake boshe
Ar tiki’r mathai pondit jholen porompori toshe
Mori hai hai hai hai re!
Shethai shamke chorai shuli re bhai gobor dhonir choshe
Dekhe paliye chole elam bole selam baba selam
Aha bolo shuni bolo shuni, shuni!
Shethai Ishkanober Raja moshai Horothneri Golam
Ar noula ata duri piri bajai tare selam
Mori hai hai hai hai re!
Shethai Rajai khele dhekur tule proja bole “khelam”
Dekhe paliye chole elam bole selam baba selam
Aha bolo shuni bolo shuni, shuni!
See also  Ek Je Chhilo Machhi Lyrics(এক যে ছিল মাছি) By Antara Chowdhury