Kotoi Rongo Dekhi Duniyay Lyrics (কতই রঙ্গ দেখি দুনিয়ায়) From Hirak Rajar Deshe

Kotoi Rongo Dekhi Duniyay Lyrics from Hirak Rajar Deshe :

Song : Katoi Ranga Dekhi Duniyay
Movie : Hirak Rajar Deshe (1980)
Singer : Amar Pal
Music, Lyrics & Directed by : Satyajit Ray
Label : Angel Digital

Kotoi Rongo Dekhi Duniyay Lyrics In Bengali :

কতই রঙ্গ দেখি দুনিয়ায়
ও ভাইরে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
আমি অর্থ কোনো খুজি নাহি পাইরে,
ও ভাই অর্থ কোনো খুজি নাহি পাইরে,
ভাই রে, ভাই রে
আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
দেখ ভালো জনে রইল ভাঙা ঘরে,
মন্দ যে সে সিংহাসনে চড়ে।
ও ভাই সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটেনা আহার,
সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটেনা আহার।
হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই,
ও ভাই হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই।
ও তার কানাকড়ি নাই, ওরে ভাই রে,
ওরে ভাই রে, ভাই রে
কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
ওরে ভাই রে, ও ভাই
কতই রঙ্গ দেখি দুনিয়ায়,
আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
কতই রঙ্গ দেখি দুনিয়ায় লিরিক্স :
See also  Aar Bilamba Noy Lyrics (আর বিলম্ব নয়) From Hirak Rajar Deshe | Anup Ghoshal