O Dayal Bichar Karo (ও দয়াল বিচার করো) By Akhil Bandhu Ghosh

Song: O Dayal Bichar Karo
Artist: Akhil Bandhu Ghosh
Album: Abhimani Cheye Dekho

O Dayal Bichar Karo Lyrics In Bengali:

ও দয়াল বিচার করো
ও দয়াল বিচার করো
ও দয়াল বিচার করো
দাও না তারে ফাঁসি।
আমায় গুণ করেছে, আমায়  খুন করেছে-
আমায়  গুণ করেছে,  খুন করেছে ও বাঁশি।
আমায়  গুণ করেছে,  খুন করেছে ও বাঁশি।
 সে আমার মনের মানুষ বলে,
মরেছি অনেক জ্বালায় জ্বলে।
সে আমার মনের মানুষ বলে,
মরেছি অনেক জ্বালায় জ্বলে।
এবার দাও গো সমন, সাক্ষী দেব।
হব সর্বনাশী।
আমায় গুণ করেছে, আমায়  খুন করেছে-
আমায়  গুণ করেছে,  খুন করেছে ও বাঁশি।
বেজো না যখন-তখন, বলেছিলেম যারে।
সেকথা সত্যি ভেবে মরণজ্বালা আনতে সে কি পারে?
বেজো না যখন-তখন, বলেছিলেম যারে।
সেকথা সত্যি ভেবে মরণজ্বালা আনতে সে কি পারে?
আমি যে মুখেই মানা করি।
মরমে তারই পায়ে পড়ি।
আমি যে মুখেই মানা করি।
মরমে তারই পায়ে পড়ি।
ও দয়া-ল, ও দয়াল
দিব্যি করে বলছি তোমায়
তারেই ভালবাসি।
আমায় গুণ করেছে, আমায়  খুন করেছে-
আমায়  গুণ করেছে,  খুন করেছে ও বাঁশি।
আমায়  গুণ করেছে,  খুন করেছে ও বাঁশি।
ও দয়াল বিচার করো
ও দয়াল বিচার করো লিরিক্স :
O dayal bichar koro
O dayal bichar koro
Daw na tare fashi
Amay gum koreche amay khun koreche
Amay gum koreche khun koreche o bhashi
Sa amar mone manush bole
Morechi anek jalay jole
Abar daw go swamon shakki Debo hobo sorbonashi
Amay gum koreche amay khun koreche o bhashi
Bejona jokon tokon bolechilam jare
Se kotha sotti bhabe moron jalay ante sa ki pare
Ami je mukei mana koro
Morome tari paye pori
O dayal
O dayal dibbi kore bolchi tomay tare bhalo bhashi
Amay gum koreche amay khun koreche
Amay gum koreche khun koreche o bhashi 
O dayal bichar koro
O dayal bichar koro
See also  Tomar Bhubane Phuler Mela(তোমার ভুবনে ফুলের মেলা) By Akhil Bandhu Ghosh