Film Title: Ajana Shapath
Song: Ogo Bondhu Aamar
Artist: Arati Mukherjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Miltoo Ghosh
Filmstar: Soumitra Chatterjee/Madhabi Mukherjee
Director: Salil Sen
Ogo Bondhu Amar Andhar Ratei Jodi Ele Lyrics In Bengali:
ওগো বন্ধু আমার
আঁধার রাতেই যদি এলে
হাতখানি রাখো মোর হাতে
আমি নির্ভয় নির্ভয়
তোমার হাতের ছোঁয়া পেয়ে।
তুমি যে আমার জীবনে
এনেছ পথের ঠিকানা
আমি ধন্য ধন্য
তোমার চরণরেখা
আমার পথে রেখে গেলে।
তোমারি জয়ের পরশে-
করেছ আমায় বিজয়ী
ওগো বন্ধু বন্ধু
তোমার আলোয় তুমি
আমার হৃদয় রাখো জ্বেলে।
ওগো বন্ধু আমার আঁধার রাতেই যদি এলে লিরিক্স :আরতি মুখোপাধ্যায়
Ogo Bondhu Aamar with Bengali & English lyrics sung by Arati Mukherjee from the album Ajana Shapath.