Song: Teenti Mantra Niye
Album: Ananda Ashram
Artist: Shyamal Mitra
Music Director: Shyamal Mitra
Lyricist: Gauriprasanna Mazumder
Teenti Mantra Niye Lyrics In Bengali:
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম শিবম সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছে
এক আনন্দ আশ্রম।
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম শিবম সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছে
এক আনন্দ আশ্রম।
সেই মানুষই আসল মানুষ,
যার জীবন পরের তরে
রাজার মুকুট ছেড়ে হাসিমুখে,
সেতো কাঁটার মুকুট পরে
সেই মানুষই আসল মানুষ,
যার জীবন পরের তরে
রাজার মুকুট ছেড়ে হাসিমুখে,
সেতো কাঁটার মুকুট পরে
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম শিবম সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছে
এক আনন্দ আশ্রম।
এক আনন্দ আশ্রম।
ধূপ চিরদিনই গন্ধ বিলায়
নীরবে সে জ্বলে মরে
পরের সেবায় সে হাসিমুখে
নিজেকে ক্ষয় করে।
ধূপ চিরদিনই গন্ধ বিলায়
নীরবে সে জ্বলে মরে
পরের সেবায় সে হাসিমুখে
নিজেকে ক্ষয় করে।।
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম শিবম সুন্দরম
দুঃখের পৃথিবীটা তাদের কাছে
এক আনন্দ আশ্রম।
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন লিরিক্স :
Tinti montro niye jader jibon ,
Satyam shivam sundaram
Dukkher prithibi ta tader
Kache ak anondo ashrom. .
Sei manusi asol manus
Jar jibon porer tore…
Rajar mukut chere hasimukhe
Seto kantar mukut pore
Tinti montro…. Ashrom (3)
Dhup chirodini gondho Belay
Seto nirobe jole more
Porer sebay se hasimukhe
Njeke khoy kore …
Tinti montro ….ashrom (3)