Song: Takhon Tomar Ekush Bachhar
Album: Live At Salt Lake Stadium
Artist: Aarti Mukherji
Music Director: Bappi Lahiri, Anuj Matthews
Lyricist: Subir Hazra
Tokhon Tomar Ekush Bochor Song Lyrics In Bengali :
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি
ধরা পড়ে ছিল ভয়..
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়।
গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে
আমরা দুজনে কখন গিয়েছি সরে
ফুলঝুরি থেকে ফুল ঝরে গেলে
মালা কিসে গাঁথা হয়..
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়।
তোমার পথের কাঁটাই ভেবেছ মোরে
বলতে পারিনি তোমার মত করে
জলছবি ভেবে ভুল করেছিলে
ভালবাসা সে তো নয়..
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি
ধরা পড়ে ছিল ভয়..
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়।
তখন তোমার একুশ বছর লিরিক্স – আরতি মুখার্জী :
Tokhon tomar ekush bochor bodhoy
Ami tokhon ostadoshir choyay
lojja jorano chondde kepechi
Dhora porechilo bhoy..
Takhan tomar ekush bachar bodhoy
Ami tokhon oshtadoshir choway
Goponer prem gopone giyeche jhore
Amra dujone kokhon giyechi shore
Ful-jhuri theke ful jhore gele
Mala kise gatha hoy..
Tokhon tomar 21 bochor bodhoy
Ami takhan ostadosir choyay
Tomar pother katai bhebecho more
Bolte parini tomar moto kore
Jolchobi bhebe bhul korechile
Bhalobasha sheto noy