Song: Tung Tang Piyanoi
Artist: Arati Mukherjee
Album: Haraye Khunji (Ben)
Tung Tang Piano Sarati Dupur Lyrics In Bengali:
টুং-টাং পিয়ানোয় সারাটি দুপুর,
কচি কচি দুটি হাত তুলবে যে সুর।
মাথা নেড়ে বুড়োবুড়ি শুনবে যে গান।
হুপ-হুপ লাফাবে যে বেঁটে হনুমান।
টুং-টাং পিয়ানোয় সারাটি দুপুর,
কচি কচি দুটি হাত তুলবে যে সুর।
মাথা নেড়ে বুড়োবুড়ি শুনবে যে গান।
হুপ-হুপ লাফাবে যে বেঁটে হনুমান।
টুং-টাং পিয়ানোয় সারাটি দুপুর,
কচি কচি দুটি হাত তুলবে যে সুর।
সিপাহীকা ঘোড়া হোক যতই কালো-
বাপকা বেটার হাতে ছুটবে ভালো।
টগবগ, টগবগ-
টগবগ, টগবগ, টগবগ, টগবগ-
সিপাহীকা ঘোড়া হোক যতই কালো-
বাপকা বেটার হাতে ছুটবে ভালো।
দম দেওয়া গাড়িতে, আরো তাড়াতাড়িতে
আমাদের দিনগুলো পাবে আরো প্রাণ
এই যাবে বোম্বাই, এই যাবে দমদম।
জেটপ্লেন এঘরেই উড়ে যাবে হরদম।
এই যাবে বোম্বাই, এই যাবে দমদম।
জেটপ্লেন এঘরেই উড়ে যাবে হরদম।
হ্যাট- প্যান্ট- কোট পরা ইঞ্জিনীয়ার-
অনেক সেলাম পাবে বাবু বেয়ারার।
হ্যাট- প্যান্ট- কোট পরা ইঞ্জিনীয়ার-
অনেক সেলাম পাবে বাবু বেয়ারার।
কাজ কাজ করে তার, যাবে সব রোববার
এমনি ভীষন হবে অফিসের টান।
টুং-টাং পিয়ানোয় সারাটি দুপুর,
কচি কচি দুটি হাত তুলবে যে সুর।
মাথা নেড়ে বুড়োবুড়ি শুনবে যে গান।
হুপ-হুপ লাফাবে যে বেঁটে হনুমান।
টুং-টাং পিয়ানোয় সারাটি দুপুর,
কচি কচি দুটি হাত তুলবে যে সুর।
মাথা নেড়ে বুড়োবুড়ি শুনবে যে গান।
হুপ-হুপ লাফাবে যে বেঁটে হনুমান।
টুং-টাং পিয়ানোয় সারাটি দুপুর,
কচি কচি দুটি হাত তুলবে যে সুর।
টুং-টাং পিয়ানোয় সারাটি দুপুর লিরিক্স :আরতি মুখোপাধ্যায়
Tung tang pianoy sarati dupur
Kochi kochi duti hat tulbe je sur
Matha nere buroburi shunbe je gan
Hup hup laphabe je bete hanuman
Sipahi ka ghora hok jatoi kalo
Bapa ka betar hatee chhutbe bhalo
Tog bog tog bog togbog togbog
togbog togbog
Dom dewa garite aro taratari te
Amader dingulo pabe aro pran,
Keu jabe bumbai keu jabe dumdum
Jetplane ekhanei ure jabe hardam
Hat coat suit pora engineer
Anek selam pabe babu bearar
Kaj kaj kore kaj jabe sukh robbar
Emni bhisan hobe office er tan.