Vaier Kopale Dilam Fota Lyrics(ভাইয়ের কপালে দিলাম ফোঁটা) Arundhati Holme Chowdhury

Song: Bhaier Kapale Dilam Phonta [1]
Artist: Arundhati Holme Chowdhury
Album: Chayanika – Bengali Film Songs

Vaier Kopale Dilam Fota Lyrics In Banggali:

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
আর কি আমি চাই
নাই বা পেলাম পান্না-চুনি
দুঃখ আমার কিছু নাই
দূরে যতই থাকুক না বল
কাছে আসি এলে লগন
দূরে যতই থাকুক না বল
কাছে আসি এলে লগন
এই একটি দিনে বোনের হাতে
এই একটি দিনে বোনের হাতে
যুগে যুগে বন্দী যে ভাই
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
আর কি আমি চাই
নাই বা পেলাম পান্না-চুনি
দুঃখ আমার কিছু নাই
ভাইয়ের দেওয়া দুর বাঁধনে
বোন যে কি পায় সেই তা জানে
এই আশির্বাদে গর্ব নিয়ে
এই আশির্বাদে গর্ব নিয়ে
সুখী যে হয় বোনেরা সবাই
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
আর কি আমি চাই
নাই বা পেলাম পান্না-চুনি
দুঃখ আমার কিছু নাই
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা লিরিক্স :অরূন্ধতী হোম চৌধুরী
Bhai er kopale dilam fota 
Aar ki ami chai 
Nai ba pelam chunni pana
Dukkho amar kichu nai 
Joto durei thakukn na bolo 
Kache ami ele logonn 
Ei eakti dine boner hate 
Juge juge bondi je vai 
Vai er kopale dilam fota