ADS

Ajkey Raate Lyrics (আজকে রাতে) Mouchak Web Series Song

Share:
Vocals : Madhupourna Ganguly
Lyrics : Sahana Dutta
Compositions and Arrangement : Binit Ranjan Maitra
Arrangement and Production : Ronny 




Ajkey Raate Song Lyrics In Bengali :


আজকে রাতে, জোছনাতে
কেউটে ওঠে বিছানাতে
ছোবল দেবে কে?
ছোবল দেবে কে?

মাটির নিচে, সোনার বিছে
খুঁড়লে তবে আসবে কাছে
শাবল দেবে কে?
ছোবল দেবে কে?

আজকে রাতে পেডেল করে
মেডেল পাবে কে?

আজকে রাতে, জোছনাতে
কেউটে ওঠে বিছানাতে

আজকে রাতে, আবছায়াতে
চাদর পেতে চারপায়াতে
ছোবল দেবে কে?
ছোবল দেবে কে?

লোহার গেটে, সিঁধটি কেটে
প্রেমের ফাঁদে বুদ্ধি ঘেঁটে
পাগল হবে কে?
ছোবল দেবে কে?

আজকে রাতে পেডেল করে
মেডেল পাবে কে?

আজকে রাতে, জোছনাতে
কেউটে ওঠে বিছানাতে
ছোবল দেবে কে?
ছোবল দেবে কে?

আজকে রাতে জোছনাতে লিরিক্স :

No comments