ADS

Amar Bhalobasar Rajprasade Lyrics (আমার ভালোবাসার রাজপ্রাসাদে) By Manna Dey

Share:
Song: Aamar Bhalobasar Rajprasade
Song: আমার ভালোবাসার রাজপ্রাসাদে 
Artiste: Manna Dey
Music Director: Nachiketa Ghosh
Lyricist: Pulak Banerjee

Amar Bhalobasar Rajprasade Song Lyrics:





Amar Bhalobasar Rajprasade Lyrics In Bengali:


আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই…

দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন
আমি হাজার হাতের সেলাম পেলাম
পেলাম না তো মন
আজ মখমলের ঐ পর্দাগুলো
ওড়ায় শুধু স্মৃতির ধূলো
ফুলবাগানের বাতাস এসে
আছড়ে পড়ে যেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার নাচঘরে যেই পাগল হত
নূপুর তোমার পায়
আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে
দিতাম তোমার গায়
তুমি শ্বেত পাথরের গেলাস ভরে
অনেক সুধা দিতে ধরে
আমি বিষও পেলাম তোমার দেয়া
ঐ পেয়ালাতেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে

আমার ভালোবাসার রাজপ্রাসাদে লিরিক্স:মান্না দে


Aamar Bhalobasar Rajprasade
Nishuti rat ghumre kande 
Moner moyour moreche oi 
Moyour moholei 
Dekhi mukut ta to pore ache
Rajai sudhu nei 

Dorbare tar chilo amar sonar singhason 
Ami hajar hater selam pelam 
Pelam na to mon 
Aaj mokhmole oi porda gulo 
Oray sudhu smritr dhulo
 Fulbagane batash ese 
achere pore jei 
 
আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত:

No comments