আমায় আকাশ বলল
শিল্পীঃ মান্না দে
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ প্রভাস দে
প্রকাশকালঃ ১৯৮১
Amay Akash Bollo Lyrics By Manna Dey
Song: Amay Aakash Bollo
Artist: Manna Dey,Pravash Dey
Album: Sundari Go – Romantic Hits
Amay Akash Bollo Lyrics In Bengali:
আমায় আকাশ বলল
আমায় আকাশ বলল তোমার দু’চোখ
মেঘ রঙ দিয়ে আঁকতে
শুনে সাগর বলল… সাগর বলল…
তা কি করে হয়, তার এত নীল থাকতে?
আমি কাকে খুশি করি বলো, কাকে খুশী করি বলো?
যখন ভাবছিলাম, তোমায় কি দেবো নতুন নাম
যখন ভাবছিলাম, তোমায় কি দেবো নতুন নাম
তখন পাখিরা বললো… তাদের নামেতে তোমায় এখনি ডাকতে।
শুনে ফুলেরা বললো… ফুলেরা বললো…
তা কি করে হয়, তাদের এত নাম থাকতে?
আমি কাকে খুশী করি বলো, আমি কাকে খুশী করি বলো?
যখন ভেবে না পাই, তোমায় কোথায় রাখতে চাই…
যখন ভেবে না পাই, তোমায় কোথায় রাখতে চাই…
তখন মন যে বললো,
তোমায় এখনি মনের মধ্যে রাখতে
শুনে প্রেম যে বললো… প্রেম যে বললো…
তা কি করে হয়, তার এতো সাধ থাকত?
আমি কাকে খুশী করি বলো, আমি কাকে খুশী করি বলো?
আমায় আকাশ বলল
আমায় আকাশ বলল তোমার দু’চোখ মেঘ রঙ দিয়ে আঁকতে
শুনে সাগর বলল… সাগর বলল…
তা কি করে হয়, তার এত নীল থাকতে?
আমি কাকে খুশি করি বলো… কাকে খুশী করি বলো…
আমায় আকাশ বলল লিরিক্স : মান্না দে
Amay akash bollo
Amay akash bollo tomar du chokh megh diye ankte
Shune sagar bollo Sagar bollo
Ta ki kore hoy tar ato nil thakte
Ami kake khushi kori bolo
Jokhon vebechilam …tomay ki debo notun naam
Tokhon pakhi ra bollo….tader namete tomay akhoni dakte