Song: Ami Ek Jajabar
Artist: Bhupen Hazarika
Music Director: Bhupen Hazarika
Lyricist: Bhupen Hazarika/Shibdas Banerjee
Album Title: All Time Greats
Ami Ek Jajabar Song lyrics:
Ami Ek Jajabar lyrics In Bengali:
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে
ভুলেছি নিজের ঘর
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি
মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর
তাই আমি যাযাবর
বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে ভেঙ্গেছে সুখের ঘর
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর
আমি এক যাযাবর
আমি এক যাযাবর লিরিক্স: ভূপেন হাজারিকা
Ami ek jajabor
ami ek jajabor
prithibi amake apon korechhe
bhulechhi nijeri ghor
ami ek jajabor
ami ek jajabor ||
ami gangaar theke mississipi hoye
volgar roop dekhechi
ottawar theke austria hoye
paris er dhulo mekhechi
ami ilorar theke rong niye dure
chicago shohore diyechi
galib er sher tashkhand er
meenar e boshe shunechi
mark twin er shomadhite boshe
gorkir kotha bolechi
baare baare ami pother taanei
poth ke korechhi ghor
taai ami jajabor
taai ami jajabor ||