Bone Jodi Phutlo Kusum Lyrics (বনে যদি ফুটল কুসুম) Rabindrasangeet | Anupam Roy

Bone Jodi Phutlo Kusum Lyrics Rabindrasangeet :
Lyrics and music : Rabindranath Thakur
Vocals : Anupam Roy
Arranged and programmed by Shamik Chakravarty
Guitar by Sanjoy “Bapi” Das
Vocals recorded by Sayan Ghosh
Mixed & mastered by Shomi Chatterjee
Special thanks Prattyush Banerjee

Bone Jodi Phutlo Kusum Song Lyrics In Bengali :

বনে যদি ফুটল কুসুম 
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
কোন্‌ সুদূরের আকাশ হতে আনব 
আনবো তারে ডাকি,
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো,
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো,
এমন মধুর গানের বেলায় সেই 
সেই শুধু রয় বাকি। 
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
উদাস করা হৃদয় হরা 
না জানি কোন্‌ ডাকে,
সাগর পারের বনের ধারে 
কে ভুলালো তাকে।
আমার হেথায় ফাগুন বৃথায়  
বারে বারে ডাকে যে তায় গো,
আমার হেথায় ফাগুন বৃথায়  
বারে বারে ডাকে যে তায় গো,
এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন,
কেন সে দেয় ফাঁকি?
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
বনে যদি ফুটল কুসুম 
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
বনে যদি ফুটল কুসুম লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত :

Bone Jodi Phutlo Kusum Swaralipi:

Bone jodi phulto kusum nei keno sei paakhi
Kon sudurer aakash hote aanbo taare daaki
Haawaye haawaye maaton jaage, paataye paataye naachon laage go
Emon madhur gaaner belay sei sudhu roy baaki
Udaaskora hridoyhora na jaani kon daake
Saagarpaarer boner dhaare ke bhulaalo taake
Aamar hethay phaagun brithay baare baare daake je taai go
Emon raater byakul byathay keno se dey phaanki
 
See also  Ami Ajkal Bhalo Aachi Lyrics (আমি আজকাল ভালো আছি) | Anupam Roy| Zulfiqar