Song : Byabodhan
Film : Chatbox
Singer : Madhuraa Bhattacharya
Back Vocal & Composer : Rupak Tiary
Lyricist : Aviman Paul
Programming , Mix & Master : Rupak Tiary
Written & Directed By : SD Dey
Byabodhan Song Lyrics In Bengali :
দূরে থেকো, যেওনা দূরে সরে
এখনও তোমার স্মৃতি, জড়িয়ে আছে,
তুমি আমি, পেরোলে এই ব্যবধান
ফুরোলে নিঃশ্বাস বিষ, ফিরবো কাছে।
ছুঁয়ে তোমায় গোধূলি আকাশে
ফিরবো আবার রুপোলি আবেশে,
যা কিছু স্মৃতি সব সাজিয়ে রেখো
এ ভাঙা সময়ে আমারই থেকো।
দূরে থেকো, যেও না দূরে সরে
এখোনো তোমার স্মৃতি, জড়িয়ে আছে,
তুমি আমি, পেরোলে এই ব্যবধান
ফুরলে নিঃশ্বাস বিষ, ফিরবো কাছে।
তোমাকে বোঝানোর পাইনি অবকাশ
আমি পারিনি সরাতে মেঘলা আকাশ,
মনেতে তোমারি কথার ভিড়
হয়তো একলা পাখির হারানো সে নীড়।
ভালো থেকো কান্নার গভীরে
দেখা হবে আগামীর ওপারে,
যা কিছু স্মৃতি সব সাজিয়ে রেখো
এ ভাঙ্গা সময়ে আমারই থেকো।
দূরে থেকো, যেওনা দূরে সরে
এখোনো তোমার স্মৃতি, জড়িয়ে আছে,
তুমি আমি, পেরোলে এই ব্যবধান
ফুরলে নিঃশ্বাস বিষ, ফিরবো কাছে।
ব্যবধান লিরিক্স – মধুরা ভট্টাচার্য :
Dure theko jeyona dure shore
Ekhono tomar smriti joriye ache
Tumi ami perole ei bebodhan
Furole nishwash bish firbo kache
Chuye tomay godhuli akashe
Firbo abar rupoli abeshe
Ja kichu smriti sob sajiye rekho
E vanga somoye amari theko
Tomake bojhanor paini obokash
Ami parini sorate meghla akash
Monete tomari kothar bhir
Hoyto ekla pakhir harano se nir
Valo theko kannar gobhire
Dekha hobe agamir opare