Song: Ekkhana Megh Bhese Elo Akashe
Album Title: Ek Sathe
Artist: Bhupen Hazarika
Music Director: Bhupen Hazarika
Lyricist: Shibdas Banerjee
Ek Khana Megh Bhese Elo Akashe Song Lyrics By Bhupen Hazarika:
Ek Khana Megh Bhese Elo Akashe Lyrics In Bengali:
একখানা মেঘ ভেসে এলো আকাশে
একঝাঁক বুনোহাঁস পথ হারালো।
একা একা বসে আছি জানালাপাশে।
সে কি আসে আমি যারে বেসেছি ভাল?
একখানা মেঘ ভেসে এলো আকাশে
একঝাঁক বুনোহাঁস পথ হারালো।
একা একা বসে আছি জানালাপাশে।
সে কি আসে আমি যারে বেসেছি ভাল?
একখানা মেঘ ভেসে এলো আকাশে-
এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে-
শরমিলা মনে আজ, কেন কে জানে।
ভালবেসে চুপি চুপি দিয়েছে দোলা।
একমুঠো অনুরাগে মন ভরালো।
একখানা মেঘ ভেসে এলো আকাশে
একঝাঁক বুনোহাঁস পথ হারালো।
একা একা বসে আছি জানালাপাশে।
সে কি আসে আমি যারে বেসেছি ভাল?
আমি এক বিরোহী এই শহরে
যারে ডাকি কেন তার পাই না সাড়া?
চোখে তাই ঝরোঝরো বৃষ্টিধারা।
ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা,
এসময়ে ভাল আর লাগে না একা।
বাতাসের হাতে আজ পেলাম চিঠি
বিরহের কথা মেঘ লিখে পাঠালো।
একখানা মেঘ ভেসে এলো আকাশে
একঝাঁক বুনোহাঁস পথ হারালো।
একা একা বসে আছি জানালাপাশে।
সে কি আসে আমি যারে বেসেছি ভাল?
একখানা মেঘ ভেসে এলো আকাশে
একখানা মেঘ ভেসে এলো আকাশে লিরিক্স: ভূপেন হাজারিকা
Ek Khana Megh Bhese Elo Akashe
Ek jhak buno has poth haralo
Eka eka bose achi janala pashe
Se ki ashe ami jare besechi valo
Elo melo haowa chokhe aswno ane
shormila mone aaj keno ke jane
valo bese chupi chupi diyeche dola
Ekmutho anurag mon vorlo