Song: Koto Kichhu Ghotey
Singer and Lyricist : Rupam Islam
Music : Rupam Islam, Allan Ao, Neel Adhikary
Acoustic Guitar/ Drums Programming : Neel Adhikary
Electric Guitar/ Piano and Synths/ Drums Programming : Allan Temjen Ao
Bass Guitar : Prasenjit Pom Chakrabutty & Sanket Bhattacharya
Recording Mixing Mastering : Prasenjit ‘Pom’ Chakrabutty
Koto Kichhu Ghotey Lyrics in Bengali:
নিজেকে আয়নায় দেখে
অচেনা ঠেকলো ভীষণ
এটা কার সংসার
কত নম্বর প্ল্যাটফর্ম
নিজেকে আয়নায় দেখে
অচেনা ঠেকলো ভীষণ
এটা কার সংসার
কত নম্বর প্ল্যাটফর্ম
ছুটি এক্সপ্রেস এসে
তফাতে দাঁড়াল কি
একটু চা দরকার
এত ঘুম কোন রাতে রাখি
শুয়ে শুয়ে
শুঁয়োপোকা হব
না জোনাকির মতো
ছটফটে
না চাইতে জুটে গেছে
অস্বস্তি কিছু
ফোকটে
ও ও ও
ও ও ও..
কত ঘটনার ঘনঘোর
কত রাতের অবৈধ ভোর
সেসব তারিখ টুকে রাখি
তা নিয়ে কত গান লেখা বাকি
কত শতবার্ষিকী ইচ্ছে
ফাঁকতালে আজ দুয়ো দিচ্ছে
ভিত্তিহীন কুচকাওয়াজ
ভিজে বন্দুক ফাঁকা আওয়াজ
সংসার মূলধন, প্রেম সুদ
বিরহ- ঘুম তাড়ানোর ওষুধ
কেন যে স্নেহহীন সত্ত্বাকে
হাতছানি দিয়ে ভূত ডাকে
ও ও ও
ও ও ও..
ভূতের ভাষা কি
পুরোপুরি আষাঢ়ে
নাকি যা রটে-কিছুটা বটে
তদন্ত করে
আর গোয়েন্দা বলো
কী পাবে
নানান ছাঁচের সিনেমার
একই ধাঁচের মহাসঙ্কটে
কাউকে দায়ী করে লাভ নেই
জীবনে
কত কিছু ঘটে
ও ও ও
ও ও ও
কত কিছু ঘটে লিরিক্স – রূপম ইসলাম :
Nijeke aynay dekhe
Ochena theklo vishon
Eta kar sangsar
Koto nombor platfrom
Chuti express ese
Tofat daralo ki
Ektu cha darkar
Ato ghum kon rate rakhi
Shuye shuye shuopoka hobo
Na jonakir moto Chotfote
Na chaite jute geche kichu fokate
ooooooo
ooooooo
Koto ghotonar ghonoghor
Koto rater oboidho vor
Sesob tarikh tuke rakhi
Ta niye koto gan lekha baki
Koto shotobarshiki ecche
faktale aaj douo dicche
Vittihin kuchka oaaj
Vije bonduk faka aaoaaj
ফসিলস গানের লিরিক্স: