ADS

Manush Jitbe Lyrics (মানুষ জিতবে) By Suman Ruj

Share:
Song : Manush Jitbe 
Singer Suman Ruj 
Lyrics : Saswata Ray 
Tune : Jhonti Chakraborty & Suman Ruj 
Music Arrangement : Suvo Bhattacharjee & Rishi Roy 
Record, Mix & Master : Devjeet Roy Chowdhury 
Illustration Supervisor : Ayandeep Chakraborty 
Animation & Edit : Arghyadeep Das & Vishal Das
Label: Folk Studio Bangla





Manush Jitbe Lyrics In Bengali:


বড় কষ্ট হচ্ছে সময়গুলো কে নিয়ে বাঁচতে
সব নিয়ম বড়ই আড়ষ্টতায় হাঁটছে
বড় কষ্ট হচ্ছে সময়গুলো ছুঁয়ে বাঁচতে
যত আঁধার কেন নিজের কাছেই টানছে। 

প্রিয়রা অনেকে দূরে বা বহুদূরে বাঁচছে?
এ যেন মন খারাপ..
মন খারাপের বিকেল কাটছে।
বড় কষ্ট হচ্ছে সময়গুলো কে সয়ে বাঁচতে
সব নিয়ম বড়ই আড়ষ্টতায় হাঁটছে।। 

ছিল কত করার কিছু, ক্ষত ছাড়ছে না পিছু
ফিরে আসছে যেন অসহায়..সুখ-সব
পথ যদি কঠিন হয় যে, আরো
তুমি জানো, তুমি পারবে, তুমি পারো। 
আঁকড়ে থাকলেও কেন কাড়ছে, সুখ-সব।
লোভ নীতির করাল পাশে।
পরাণ বায়ু পূর্ণ গ্রাসে
চলো মানুষ হই
মান আর হুঁশের সৌরভে।।
সুস্থ সকাল সবার আশা
মানুষ বলো বাঁচার ভাষা
ঐক্যে সামিল মানুষ এ জিয়ন দ্বৈরথে। 

তোমরা ঠিক বাছার কাজটা জেনো
নিয়ম, জীবন ভেবেই মেনো
সব ছিল সব থাকুক চিরকাল
তুমি চাইলেই সব পারবে, শুধু চাওয়ার মতো চাইলে
মানুষ জিতবে, সে মাতবে ধরো হাল।।

মানুষ জিতবে লিরিক্স :

No comments