Song Name : Noyono Tomare
Lyrics and Composition : Rabindranath Tagore
Singer : Ishan Mitra
Re-arrangement, Mixing and Mastering : Amit – Ishan
Noyono Tomare Lyrics In Bengali:
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে।
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে।
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলেরও মতো,
স্থির-আঁখি তুমি, মরমে সতত
জাগিছ শয়নে স্বপনে,
রয়েছ নয়নে নয়নে।
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
সবাই ছেড়েছে নাই যার কেহ
তুমি আছ তার আছে তব স্নেহ,
নিরাশ্রয় জন পথ যার গেহ
সেও আছে তব ভবনে,
সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর
সমুখে অনন্ত জীবনবিস্তার,
কালপারাবার করিতেছ পার
কেহ নাহি জানে কেমনে
রয়েছ নয়নে নয়নে।
জানি শুধু তুমি আছ তাই আছি
তুমি প্রানময়,
তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরো তত যাচি
যত জানি তত জানি নে,
যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোকলোকান্তরে যুগযুগান্তর,
তুমি আর আমি মাঝে কেহ নাই
কোনো বাধা নাই ভুবনে,
রয়েছ নয়নে নয়নে।
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে নয়নে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,