Tumi Amar Maa with lyrics sung by Sandhya Mukherjee and Sravanti Mazumder.
Song: Tumi Amar Maa
Artist: Sandhya Mukherjee/Sravanti Mazumder
Music Director: Parimal Dasgupta
Lyricist: Pulak Banerjee
Tumi Amar Maa Lyrics In Bengali:
তুমি আমার মা, আমি তোমার মেয়ে।
বলো না মা কি পেয়েছ আমায় কোলে পেয়ে-
মা গো আমায় কোলে পেয়ে?
তুমি আমার মা, আমি তোমার মেয়ে।
বলো না মা কি
পেয়েছ আমায় কোলে পেয়ে-
পেয়েছ আমায় কোলে পেয়ে-
মা গো আমায় কোলে পেয়ে?
যেদিন আমার কোলে এলি, প্রথম হলাম মা-
আঁতুরঘরে শাঁখটা সেদিন কেউ বাজাল না।
বলল সবাই, “মেয়ে হল, হল না তো ছেলে!”
ঠানদি একাই উলু দিল সবাইকে ফেলে।
শুধু ঠানদি একাই উলু দিল সবাইকে ফেলে।
তুমি আমার মা, আমি তোমার মেয়ে।
দুঃখ শুধুই পেলে কি মা তুমি আমায় পেয়ে?
বাবার ভাগ্য যখন বদলে গেল আমার আসার পরে-
বলল সবাই লক্ষ্মী আমি এসেছি সংসারে।
পৃথিবীতে সবাই যা চায় তুমিও তাই পেলে।
মেয়ে হয়েও সবই দিলাম, নাই বা হলাম ছেলে।
আনন্দ কি পাও নি তুমি আমায় বুকে পেয়ে?
মাগো, আনন্দ কি পাও নি তুমি আমায় বুকে পেয়ে?
ওরে আমার মেয়ে, আমার সোনা মেয়ে।
মেয়ে যে তুই, লালন শুধুই-
করছি আমি রে,
পরের ঘরে যাওয়ার জন্যে, তাকি বুঝিস নে?
সময় হলেই এঘর ছেড়ে যাবি রে তুই চলে।
থাকবি না রে চিরটাকাল তোর মায়ের এই কোলে।
ভাবছ কেন মা, আমি বলছি তোমার মেয়ে-
পরকে আপন করব আমি তোমার আশিষ পেয়ে।
মাগো তুমিও তো মা এসেছিলে তোমার মাকে ছেড়ে।
শুভদিনে স্বামীর হাতে সোহাগ সিঁদুর পড়ে।
তোমায় নিজের ঘরে পাঠিয়েছিলেন তোমারও সেই মা।
বলেছিলেন এমন মেয়ের হয়না তুলনা।
তেমনি করেই নিজের ঘরে দিও মা পাঠিয়ে।
আমায় এমনি করেই নিজের ঘরে দিও মা পাঠিয়ে।
ওরে আমার মেয়ে, মিষ্টি সোনা মেয়ে।
নতুন যুগের মেয়ে রে তুই, বলব তবু আমি।
ভালবাসার চেয়ে আজো নেই তো কিছুই দামী।
যুগটা না হয় পালটে গেছে, বদলে গেছে কাল।
তবু সুখী মেয়ের সিঁথির সিঁদুর তেমনি আছে লাল।
যেন তোমার কথাই রাখতে পারি ফোটাই তোমার হাসি।
কাউকে যদি ভালই বাসি সত্যি যেনই বাসি।
জীবন-মরণ দিয়ে যেন চাইব ভাল তার।
স্নেহ মায়া মমতাতে জড়াব সংসার।
ওগো আমার মা তোমায় কথা দিল মেয়ে-
সুখী করেই সুখী হব মনের মানুষ পেয়ে।
হাতটা তোমার দাও না মাগো আমার মাথায় ছুঁয়ে।
ওই হাতটা তোমার দাও না মাগো আমার মাথায় ছুঁয়ে।
ওরে আমার মেয়ে, আমার পাগল সোনা মেয়ে।
ওগো আমার মা, তোমার নেই যে তুলনা।
ওরে আমার মেয়ে, আমার মিষ্টি সোনা মেয়ে।
তুমি আমার মা, আমি তোমার মেয়ে-
তুমি আমার মা লিরিক্স :শ্রাবন্তী মজুমদার ও সন্ধ্যা মুখোপাধ্যায়